১২ই এপ্রিল, ২০২৪ তারিখের বাংলায় কারেন্ট এফেয়ার্স

আজকে হাজির হয়েছি ১২ই এপ্রিল, ২০২৪ তারিখের বাংলায় কারেন্ট এফেয়ার্স নিয়ে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক।

প্রশ্ন – ১

ন্যাশনাল সিকিউরিটি স্ট্র্যাটেজি (NSS) বের করার জন্য কোন দেশের প্রেসিডেন্টকে বাধ্য করা হয়েছে?
[A] China
[B] Russia
[C] USA
[D] France

প্রশ্ন – ২

'ভিজিলেন্স সচেতনতা সপ্তাহ 2022' এর থিম কী?
[A] Corruption free India for a developed Nation
[B] Elimination of Corruption
[C] Embodiment of Honesty
[D] Ethics and Values

প্রশ্ন – ৩

কোন কেন্দ্রীয় মন্ত্রক পুলিশ বাহিনী, সশস্ত্র বাহিনী এবং নিরাপত্তা সংস্থাগুলিকে 'স্পেশাল অপারেশন মেডেল' প্রদান করে?
[A] Ministry of Defence
[B] Ministry of Home Affairs
[C] Ministry of External Affairs
[D] Ministry of Youth Affairs and Sports

প্রশ্ন – ৪

Yotta D1, উত্তর ভারতের প্রথম হাইপার-স্কেল ডেটা সেন্টার, কোন রাজ্যে উদ্বোধন করা হয়েছে?
[A] Gujarat
[B] Punjab
[C] Uttar Pradesh
[D] New Delhi

প্রশ্ন – ৫

'বিশ্ব শহর দিবস 2022' উদযাপনের আয়োজক কোন শহর?
[A] Tokyo
[B] Shanghai
[C] New Delhi
[D] Moscow

প্রশ্ন – ৬

সর্দার বল্লভ ভাই প্যাটেলের জন্মবার্ষিকীতে কোন কেন্দ্রীয় মন্ত্রক ‘ইউনিটি রান’ এর আয়োজন করে?
[A] Ministry of Youth Affairs and Sports
[B] Ministry of Education
[C] Ministry of Housing and Urban Affairs
[D] Ministry of Home Affairs

প্রশ্ন – ৭

ভারত কোন দেশ থেকে উদ্বাস্তুদের সহায়তার জন্য UNRWA-কে USD 2.5 মিলিয়নের একটি চেক পেশ করেছে?
[A] Israel
[B] Bangladesh
[C] Palestine
[D] China

প্রশ্ন – ৮

2022 সালে কোন শহর ‘Agro Tech India -Agri and Food Technology Fair’-এর আয়োজক?
[A] Mumbai
[B] Chandigarh
[C] Mysuru
[D] Gandhinagar

প্রশ্ন – ৯

কোন রাজ্য সরকার USAID-এর সাথে 'Trees Outside Forests in India (TOFI)' প্রোগ্রাম চালু করার ঘোষণা করেছে?
[A] West Bengal
[B] Uttarakhand
[C] Haryana
[D] Karnataka

প্রশ্ন – ১০

কোন বিভাগ ‘ইন্ডিয়া ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্ট ডেভেলপমেন্ট ফান্ড স্কিম (IIPDF স্কিম)’ বিজ্ঞপ্তি দিয়েছে?
[A] Department of Economic Affairs
[B] Department of Financial Services
[C] Department of Heavy Industries
[D] Department of Expenditure

পশ্চিমবঙ্গ তথা গোটা ভারতবর্ষের যে কোনো চাকরির বিজ্ঞপ্তি পাবেন আমাদের এই examkolkata.com  ওয়েবসাইটে। এবং অবশ্যই মনে রাখবেন আমরা সরাসরি চাকরির ব্যবস্থা করে দিয়ে থাকি না।  আমরা শুধুমাত্র চাকরির বিজ্ঞপ্তিটি আমাদের দর্শক বন্ধুদের কাছে পৌঁছে দিয়ে থাকি। এছাড়াও প্রত্যেকদিনের কারেন্ট এফেয়ার্স এর জন্য প্রতিদিন নজর রাখুন আমাদের এই ওয়েবসাইটে। এবং আমাদের দর্শক বন্ধুদের কাছে একটাই আবেদন যথাসম্ভব বেশি বেশি শেয়ার এর মাধ্যমে বেশি সংখ্যক দর্শক বন্ধুদের কাছে এই বিজ্ঞপ্তি এবং প্রত্যেকদিনের কারেন্ট এফেয়ার্স পোঁছে দেওয়া। এই  examkolkata.com ওয়েবসাইটের পক্ষ থেকে আপনাদের সকলকে রইলো  ভবিষ্যতের জন্য শুভকামনা এবং অভিনন্দন।