১৬ই এপ্রিল, ২০২৪ তারিখের বাংলায় কারেন্ট এফেয়ার্স

আজকে হাজির হয়েছি ১৬ই এপ্রিল, ২০২৪ তারিখের বাংলায় কারেন্ট এফেয়ার্স নিয়ে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক।

প্রশ্ন – ১

সম্প্রতি কাবেরী নদীতে আবিষ্কৃত পাঙ্গাসিয়াস ইকারিয়া কোন প্রজাতির অন্তর্গত?
[A] Turtle
[B] Catfish
[C] Frog
[D] Snake

প্রশ্ন – ২

কোন ভারতীয় ব্যক্তিত্ব জাতিসংঘের SDG অ্যাকশন অ্যাওয়ার্ডে 'চেঞ্জমেকার' পুরস্কার জিতেছেন?
[A] Srishti Bakshi
[B] Kapil Mandawewala
[C] Amit Saraogi
[D] Kaif Ali

প্রশ্ন – ৩

কোন কেন্দ্রীয় মন্ত্রক ‘স্বাধীনতার গাথা: পরিচিত ও কম পরিচিত সংগ্রাম’ প্রদর্শনীর আয়োজন করেছিল?
[A] Ministry of Defence
[B] Ministry of Culture
[C] Ministry of Home Affairs
[D] Ministry of External Affairs

প্রশ্ন – ৪

ভারতের মার্স অরবিটার মিশন (MOM) কোন সালে চালু হয়েছিল?
[A] 2012
[B] 2014
[C] 2016
[D] 2018

প্রশ্ন – ৫

Svante Pääbo, 2022 সালে ফিজিওলজি বা মেডিসিনে নোবেল পুরস্কার জিতেছেন, কোন দেশের জিনতত্ত্ববিদ?
[A] USA
[B] Germany
[C] Australia
[D] Sweden

প্রশ্ন – ৬

‘ডিজিটাল ইন্ডিয়া কনফারেন্স অফ স্টেট আইটি মিনিস্টারস’-এর আয়োজক কোন রাজ্য/ইউটি?
[A] Varanasi
[B] New Delhi
[C] Mumbai
[D] Mysuru

প্রশ্ন – ৭

'অপ্টিমাস' হল প্রোটোটাইপ হিউম্যানয়েড রোবট, কোন কোম্পানি চালু করেছে?
[A] Apple
[B] Tesla
[C] Amazon
[D] Apple

প্রশ্ন – ৮

কোন দেশ, যেটি অর্থনৈতিক সংকটে পড়েছিল, মহিলা স্যানিটারি পণ্যের উপর কর কমিয়েছে?
[A] Iran
[B] Sri Lanka
[C] Afghanistan
[D] Venezuela

প্রশ্ন – ৯

শ্যামজি কৃষ্ণ বর্মা, যার জন্মবার্ষিকী সম্প্রতি পালিত হয়েছে, তিনি কোন দেশের স্বাধীনতা সংগ্রামী ছিলেন?
[A] Gujarat
[B] Karnataka
[C] Madhya Pradesh
[D] Odisha

প্রশ্ন – ১০

সম্প্রতি খবরে দেখা ‘অপারেশন চক্র’ কোন প্রতিষ্ঠানের সাথে যুক্ত?
[A] CBI
[B] Indian Army
[C] ISRO
[D] DRDO

পশ্চিমবঙ্গ তথা গোটা ভারতবর্ষের যে কোনো চাকরির বিজ্ঞপ্তি পাবেন আমাদের এই examkolkata.com  ওয়েবসাইটে। এবং অবশ্যই মনে রাখবেন আমরা সরাসরি চাকরির ব্যবস্থা করে দিয়ে থাকি না।  আমরা শুধুমাত্র চাকরির বিজ্ঞপ্তিটি আমাদের দর্শক বন্ধুদের কাছে পৌঁছে দিয়ে থাকি। এছাড়াও প্রত্যেকদিনের কারেন্ট এফেয়ার্স এর জন্য প্রতিদিন নজর রাখুন আমাদের এই ওয়েবসাইটে। এবং আমাদের দর্শক বন্ধুদের কাছে একটাই আবেদন যথাসম্ভব বেশি বেশি শেয়ার এর মাধ্যমে বেশি সংখ্যক দর্শক বন্ধুদের কাছে এই বিজ্ঞপ্তি এবং প্রত্যেকদিনের কারেন্ট এফেয়ার্স পোঁছে দেওয়া। এই  examkolkata.com ওয়েবসাইটের পক্ষ থেকে আপনাদের সকলকে রইলো  ভবিষ্যতের জন্য শুভকামনা এবং অভিনন্দন।