২০ই অক্টোবর, ২০২২ তারিখের বাংলায় কারেন্ট এফেয়ার্স

আজকে হাজির হয়েছি ২০ই অক্টোবর, ২০২২ তারিখের বাংলায় কারেন্ট এফেয়ার্স নিয়ে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক।

প্রশ্ন – ১

UNCTAD বার্ষিক বাণিজ্য ও উন্নয়ন প্রতিবেদন অনুসারে, 2022-23 এর জন্য ভারতের জিডিপি বৃদ্ধির অনুমান কত?
[A] 6.2%
[B] 6.0%
[C] 5.7%
[D] 5.5%

প্রশ্ন – ২

কোন দেশ ধনীদের জন্য কর কমানোর প্রস্তাব বাতিল করেছে?
[A] মার্কিন যুক্তরাষ্ট্র
[B] যুক্তরাজ্য
[C] ফ্রান্স
[D] ইতালি

প্রশ্ন – ৩

‘ডিজিটাল ইন্ডিয়া কনফারেন্স অফ স্টেট আইটি মিনিস্টারস’-এর আয়োজক কোন রাজ্য/ইউটি?
[A] বারাণসী
[B] নয়াদিল্লি
[C] মুম্বাই
[D] মাইসুরু

প্রশ্ন - ৪
'অপ্টিমাস' হল প্রোটোটাইপ হিউম্যানয়েড রোবট, কোন কোম্পানি চালু করেছে?
[A] Apple
[B] Tesla
[C] Amazon
[D] WIPRO 

প্রশ্ন – ৫

পদার্থবিজ্ঞানের নোবেল পুরস্কার 2022 তিনজন বিজ্ঞানী ভাগ করে নিচ্ছেন, কোন ক্ষেত্রে তাদের কাজের জন্য?
[A] নিউক্লিয়ার ফিজিক্স
[B] কোয়ান্টাম মেকানিক্স
[C] পরমাণু বিজ্ঞান
[D] মহাকাশ বিজ্ঞান

প্রশ্ন – ৬

রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু কোন শহরে মহিলা উদ্যোক্তাদের জন্য একটি স্টার্টআপ প্ল্যাটফর্ম ‘হারSTART’ চালু করেছেন?
[A] মুম্বাই
[B] আহমেদাবাদ
[C] বারাণসী
[D] লখনউ

প্রশ্ন – ৭

জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার কর্তৃক প্রদত্ত 2022 সালের নানসেন পুরস্কারের প্রাপক কে?
[A] শি জিনপিং
[B] অ্যাঞ্জেলা মার্কেল
[C] ভলোডিমির জেলেনস্কি
[D] অ্যান্থনি আলবেনিজ

প্রশ্ন – ৮

কোন কেন্দ্রীয় মন্ত্রক ‘প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনা (PMKVY)’ বাস্তবায়ন করে?
[A] অর্থ মন্ত্রণালয়
[B] দক্ষতা উন্নয়ন ও উদ্যোক্তা মন্ত্রণালয়
[C] শিক্ষা মন্ত্রণালয়
[D] MSME মন্ত্রণালয়
 

পশ্চিমবঙ্গ তথা গোটা ভারতবর্ষের যে কোনো চাকরির বিজ্ঞপ্তি পাবেন আমাদের এই https://examkolkata.com  ওয়েবসাইটে। এবং অবশ্যই মনে রাখবেন আমরা সরাসরি চাকরির ব্যবস্থা করে দিয়ে থাকি না।  আমরা শুধুমাত্র চাকরির বিজ্ঞপ্তিটি আমাদের দর্শক বন্ধুদের কাছে পৌঁছে দিয়ে থাকি। এছাড়াও প্রত্যেকদিনের কারেন্ট এফেয়ার্স এর জন্য প্রতিদিন নজর রাখুন আমাদের এই ওয়েবসাইটে। এবং আমাদের দর্শক বন্ধুদের কাছে একটাই আবেদন যথাসম্ভব বেশি বেশি শেয়ার এর মাধ্যমে বেশি সংখ্যক দর্শক বন্ধুদের কাছে এই বিজ্ঞপ্তি এবং প্রত্যেকদিনের কারেন্ট এফেয়ার্স পোঁছে দেওয়া। এই  https://examkolkata.com ওয়েবসাইটের পক্ষ থেকে আপনাদের সকলকে রইলো  ভবিষ্যতের জন্য শুভকামনা এবং অভিনন্দন।