০৬ ই জুন, ২০২৪ তারিখের বাংলায় কারেন্ট এফেয়ার্স

আজকে হাজির হয়েছি ০৬ ই জুন, ২০২৪ তারিখের বাংলায় কারেন্ট এফেয়ার্স নিয়ে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক।

প্রশ্ন – ১

গুজরাট ইন্টারন্যাশনাল ফিনান্স টেক সিটি (GIFT) এ অফিস খোলার জন্য প্রথম বহুপাক্ষিক সংস্থা কোনটি?
[A] WEF
[B] ILO
[C] NDB
[D] World Bank

প্রশ্ন – ২

খবরে দেখা গেছে সাদিয়া তারিক কোন খেলার সঙ্গে যুক্ত?
[A] Hockey
[B] Wushu
[C] Gymnastics
[D] Weight-Lifting

প্রশ্ন – ৩

ক্ষতিকারক আইনগুলি সরান; আইন তৈরি করুন যা ক্ষমতায়ন করে’ কোন দিবসটির প্রতিপাদ্য 1 মার্চ পালিত হয়?
[A] Zero Discrimination Day
[B] World AIDS Day
[C] World Equality Day
[D] World Social Justice Day

প্রশ্ন – ৪

‘C-17 গ্লোবমাস্টার’ কোন দেশের নৌবাহিনীর বিমান?
[A] India
[B] China
[C] Russia
[D] Ukraine

প্রশ্ন – ৫

কোন প্রতিষ্ঠান টেকসই এবং টেকসই-সংযুক্ত ঋণের খসড়া কাঠামো প্রকাশ করেছে?
[A] RBI
[B] IFSCA
[C] SEBI
[D] NABFID

প্রশ্ন – ৬

'ইউরোপা ক্লিপার মহাকাশযান' কোন মহাকাশ সংস্থার একটি ফ্ল্যাগশিপ প্রকল্প?
[A] NASA
[B] ESA
[C] ISRO
[D] JAXA

প্রশ্ন – ৭

আন্তর্জাতিক টেলিকমিউনিকেশন ইউনিয়নের সদর দপ্তর কোথায় অবস্থিত?
[A] Washington
[B] Geneva
[C] Paris
[D] Nairobi

প্রশ্ন – ৮

সম্প্রতি 'ফাইনান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্সের' ধূসর তালিকায় কোন দেশ যুক্ত হয়েছে?
[A] Belarus
[B] Russia
[C] UAE
[D] Ukraine

প্রশ্ন – ৯

ভারতের কোন রাজ্য ‘উট সুরক্ষা ও উন্নয়ন নীতি’ ঘোষণা করেছে?
[A] Punjab
[B] Rajasthan
[C] Gujarat
[D] Bihar

প্রশ্ন – ১০

কোন কেন্দ্রীয় মন্ত্রক ‘ন্যাশনাল ক্যারিয়ার সার্ভিস (এনসিএস) ই-বুক’ চালু করেছে?
[A] Ministry of Education
[B] Ministry of Skill Development and Entrepreneurship
[C] Ministry of Labour and Employment
[D] Ministry of MSME

পশ্চিমবঙ্গ তথা গোটা ভারতবর্ষের যে কোনো চাকরির বিজ্ঞপ্তি পাবেন আমাদের এই examkolkata.com  ওয়েবসাইটে। এবং অবশ্যই মনে রাখবেন আমরা সরাসরি চাকরির ব্যবস্থা করে দিয়ে থাকি না।  আমরা শুধুমাত্র চাকরির বিজ্ঞপ্তিটি আমাদের দর্শক বন্ধুদের কাছে পৌঁছে দিয়ে থাকি। এছাড়াও প্রত্যেকদিনের কারেন্ট এফেয়ার্স এর জন্য প্রতিদিন নজর রাখুন আমাদের এই ওয়েবসাইটে। এবং আমাদের দর্শক বন্ধুদের কাছে একটাই আবেদন যথাসম্ভব বেশি বেশি শেয়ার এর মাধ্যমে বেশি সংখ্যক দর্শক বন্ধুদের কাছে এই বিজ্ঞপ্তি এবং প্রত্যেকদিনের কারেন্ট এফেয়ার্স পোঁছে দেওয়া। এই  examkolkata.com ওয়েবসাইটের পক্ষ থেকে আপনাদের সকলকে রইলো  ভবিষ্যতের জন্য শুভকামনা এবং অভিনন্দন।