০৮ ই জুন, ২০২৪ তারিখের বাংলায় কারেন্ট এফেয়ার্স

আজকে হাজির হয়েছি ০৮ ই জুন, ২০২৪ তারিখের বাংলায় কারেন্ট এফেয়ার্স নিয়ে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক।

প্রশ্ন – ১

সন্ত্রাস দমনে ভারত-জাপান জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের 6 তম বৈঠক কোথায় অনুষ্ঠিত হয়েছিল?
[A] New Delhi
[B] Hyderabad
[C] Chennai
[D] Bengaluru

প্রশ্ন – ২

'বিশ্ব তামাকমুক্ত দিবস 2024' এর থিম কী?
[A] Threat to our environment
[B] Grow food, not tobacco
[C] Protecting Children From Tobacco Industry Interference
[D] Commit to Quit

প্রশ্ন – ৩

তাডোবা- আন্ধারি টাইগার রিজার্ভ, সম্প্রতি খবরে দেখা গেছে, কোন রাজ্যে অবস্থিত?
[A] Maharashtra
[B] Gujarat
[C] Odisha
[D] Andhra Pradesh

প্রশ্ন – ৪

সম্প্রতি কোন সংস্থা ‘গ্লোবাল ফুড পলিসি রিপোর্ট 2024’ প্রকাশ করেছে?
[A] World Bank
[B] Center for International Forestry Research
[C] International Food Policy Research Institute
[D] International Labour Organization

প্রশ্ন – ৫

কোন দেশ মাল্টি-মিশন কমিউনিকেশন স্যাটেলাইট (PAKSAT MM1) উৎক্ষেপণ করেছে?
[A] Pakistan
[B] China
[C] Japan
[D] India

প্রশ্ন – ৬

কোন সংস্থা সম্প্রতি ভারতের প্রথম ইলেকট্রিক ভেহিকেল (EV) সূচক চালু করেছে?
[A] Bombay Stock Exchange
[B] National Stock Exchange
[C] Securities and Exchange Board of India
[D] Madras Stock Exchange

প্রশ্ন – ৭

জাতীয় পরিসংখ্যান সংস্থার (NSO) অস্থায়ী অনুমান অনুসারে, 2023-24 সালে ভারতীয় অর্থনীতির বৃদ্ধির হার কত ছিল?
[A] 7.6%
[B] 8.2%
[C] 6.6%
[D] 5.1%

প্রশ্ন – ৮

সম্প্রতি খবরে দেখা দার এস সালাম বন্দর কোন দেশে অবস্থিত?
[A] Tanzania
[B] Madagascar
[C] Somalia
[D] Libya

প্রশ্ন – ৯

প্রতি বছর কোন দিনটিকে ‘বিশ্ব দুধ দিবস’ হিসেবে পালন করা হয়?
[A] 1 June
[B] 2 June
[C] 3 June
[D] 4 June

প্রশ্ন – ১০

কোন রাজ্য/ইউটি 1897 সালের মহামারী রোগ আইনের অধীনে মানব জলাতঙ্ককে একটি লক্ষণীয় রোগ হিসাবে ঘোষণা করেছে?
[A] Lakshadweep
[B] Jammu and Kashmir
[C] Sikkim
[D] Nagaland

পশ্চিমবঙ্গ তথা গোটা ভারতবর্ষের যে কোনো চাকরির বিজ্ঞপ্তি পাবেন আমাদের এই examkolkata.com  ওয়েবসাইটে। এবং অবশ্যই মনে রাখবেন আমরা সরাসরি চাকরির ব্যবস্থা করে দিয়ে থাকি না।  আমরা শুধুমাত্র চাকরির বিজ্ঞপ্তিটি আমাদের দর্শক বন্ধুদের কাছে পৌঁছে দিয়ে থাকি। এছাড়াও প্রত্যেকদিনের কারেন্ট এফেয়ার্স এর জন্য প্রতিদিন নজর রাখুন আমাদের এই ওয়েবসাইটে। এবং আমাদের দর্শক বন্ধুদের কাছে একটাই আবেদন যথাসম্ভব বেশি বেশি শেয়ার এর মাধ্যমে বেশি সংখ্যক দর্শক বন্ধুদের কাছে এই বিজ্ঞপ্তি এবং প্রত্যেকদিনের কারেন্ট এফেয়ার্স পোঁছে দেওয়া। এই  examkolkata.com ওয়েবসাইটের পক্ষ থেকে আপনাদের সকলকে রইলো  ভবিষ্যতের জন্য শুভকামনা এবং অভিনন্দন।