১৩ ই জুন, ২০২৪ তারিখের বাংলায় কারেন্ট এফেয়ার্স

আজকে হাজির হয়েছি ১৩ ই জুন, ২০২৪ তারিখের বাংলায় কারেন্ট এফেয়ার্স নিয়ে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক।

প্রশ্ন – ১

ভারতের কোন রাজ্য 'ইন্দ্রায়ণী মেডিসিটি' নামে দেশের প্রথম মেডিকেল সিটি ঘোষণা করেছে?
[A] Uttarakhand
[B] Maharashtra
[C] Haryana
[D] Kerala

প্রশ্ন – ২

সংবিধান (তফসিলি উপজাতি) আদেশ (সংশোধন) বিল সম্প্রতি কোন রাজ্যে নির্দিষ্ট উপজাতিদের অন্তর্ভুক্ত করার জন্য পেশ করা হয়েছিল?
[A] Assam
[B] Madhya Pradesh
[C] Tripura
[D] Gujarat

প্রশ্ন – ৩

ভারতে কোন ভ্যাকসিনের প্রথম ডোজ দেওয়া হয়েছিল তার স্মরণে ভারতে ‘জাতীয় টিকা দিবস’ পালন করা হয়?
[A] Polio
[B] Measles
[C] Hepatitis B
[D] DPT

প্রশ্ন – ৪

কৃত্রিম বুদ্ধিমত্তা ও রোবোটিক্স টেকনোলজি পার্ক (ARTPARK) কোন প্রতিষ্ঠানে চালু হয়েছে?
[A] IIT Madras
[B] IISc Bengaluru
[C] IIT Delhi
[D] BITS Pilani

প্রশ্ন – ৫

ভগবন্ত মান ভারতের কোন রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন?
[A] Goa
[B] Punjab
[C] Manipur
[D] Rajasthan

প্রশ্ন – ৬

কোন ভারতীয় শহর 2022 সালে 44তম বিশ্ব দাবা অলিম্পিয়াডের আয়োজক?
[A] Hyderabad
[B] Chennai
[C] New Delhi
[D] Kolkata

প্রশ্ন – ৭

কোন ভারতীয় টেলিকম কোম্পানি ফর্মুলা 1. ফর্মুলা 1 এর অফিসিয়াল ব্রডকাস্ট সংযোগ প্রদানকারী?
[A] Reliance Communication
[B] Tata Communication
[C] Bharti Airtel
[D] BSNL

প্রশ্ন – ৮

একটি 'UPI Lite' পেমেন্ট লেনদেনের উপরের সীমা কত?
[A] Rs 100
[B] Rs 200
[C] Rs 500
[D] Rs 1000

প্রশ্ন – ৯

ভারতের বৃহত্তম লৌহ আকরিক উৎপাদনকারী কোম্পানি কোনটি?
[A] NMDC Limited
[B] Hindalco Industries
[C] Vedanta Limited
[D] Coal India Limited

প্রশ্ন – ১০

কোন রেসিং ড্রাইভার 'বাহরাইন গ্র্যান্ড প্রিক্স 2022' শিরোনাম জিতেছে?
[A] Lewis Hamilton
[B] Max Verstappen
[C] Sebastien Vettel
[D] Charles Leclerc

পশ্চিমবঙ্গ তথা গোটা ভারতবর্ষের যে কোনো চাকরির বিজ্ঞপ্তি পাবেন আমাদের এই examkolkata.com  ওয়েবসাইটে। এবং অবশ্যই মনে রাখবেন আমরা সরাসরি চাকরির ব্যবস্থা করে দিয়ে থাকি না।  আমরা শুধুমাত্র চাকরির বিজ্ঞপ্তিটি আমাদের দর্শক বন্ধুদের কাছে পৌঁছে দিয়ে থাকি। এছাড়াও প্রত্যেকদিনের কারেন্ট এফেয়ার্স এর জন্য প্রতিদিন নজর রাখুন আমাদের এই ওয়েবসাইটে। এবং আমাদের দর্শক বন্ধুদের কাছে একটাই আবেদন যথাসম্ভব বেশি বেশি শেয়ার এর মাধ্যমে বেশি সংখ্যক দর্শক বন্ধুদের কাছে এই বিজ্ঞপ্তি এবং প্রত্যেকদিনের কারেন্ট এফেয়ার্স পোঁছে দেওয়া। এই  examkolkata.com ওয়েবসাইটের পক্ষ থেকে আপনাদের সকলকে রইলো  ভবিষ্যতের জন্য শুভকামনা এবং অভিনন্দন।