১৪ ই জুন, ২০২৪ তারিখের বাংলায় কারেন্ট এফেয়ার্স

আজকে হাজির হয়েছি ১৪ ই জুন, ২০২৪ তারিখের বাংলায় কারেন্ট এফেয়ার্স নিয়ে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক।

প্রশ্ন – ১

কোন কেন্দ্রীয় মন্ত্রক ‘ন্যাশনাল ক্যারিয়ার সার্ভিস (এনসিএস) ই-বুক’ চালু করেছে?
[A] Ministry of Education
[B] Ministry of Skill Development and Entrepreneurship
[C] Ministry of Labour and Employment
[D] Ministry of MSME

প্রশ্ন – ২

'আন্তর্জাতিক নারী দিবস 2022-এর থিম কী?
[A] Stop the Bias
[B] Gender equality today for a sustainable tomorrow
[C] Break Gender Stereotypes
[D] She, He and We

প্রশ্ন – ৩

সম্প্রতি ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক চালু করা 'UPI123Pay' সুবিধার লক্ষ্যকৃত সুবিধাভোগী কারা?
[A] Visually Challenged Persons
[B] Feature Phone Users
[C] Children
[D] Senior Citizens

প্রশ্ন – ৪

‘টেম্পোরারি প্রোটেকশন ডাইরেক্টিভ (TPD)’ কোন দেশ/সংঘের সাথে যুক্ত?
[A] USA
[B] Russia
[C] European Union
[D] NATO

প্রশ্ন – ৫

'সম্পূর্ণ টিকাদান কভারেজ'-এ জাতীয় স্তরে তালিকার শীর্ষে কোন রাজ্য?
[A] Kerala
[B] Odisha
[C] Telangana
[D] Punjab

প্রশ্ন – ৬

ভারতের প্রথম 'মহিলা মালিকানাধীন শিল্প পার্ক' কোন শহরে অবস্থিত?
[A] Mumbai
[B] Chennai
[C] Hyderabad
[D] New Delhi

প্রশ্ন – ৭

অগমেন্টেড রিয়েলিটি (AR) বিষয়ে প্রশিক্ষণ দেওয়ার জন্য কোন ভারতীয় প্রতিষ্ঠান Snap Inc-এর সাথে অংশীদারিত্ব করেছে?
[A] NITI Aayog
[B] Press Trust of India
[C] National Book Trust
[D] Anthropological Survey of India

প্রশ্ন – ৮

ভারতে ‘WHO গ্লোবাল সেন্টার ফর ট্র্যাডিশনাল মেডিসিন (WHO GCTM)’ কোথায় প্রতিষ্ঠিত হয়েছে?
[A] Ernakulam
[B] Jamnagar
[C] Shimla
[D] Kolkata

প্রশ্ন – ৯

কোন প্রতিষ্ঠান ‘কৃষি বিজ্ঞান মেলা 2022’ আয়োজন করে?
[A] CSIR
[B] ICAR
[C] TNAU
[D] NITI Aayog

প্রশ্ন – ১০

মধ্যপ্রাচ্য অঞ্চলের কোন শহর সম্প্রতি ক্রিপ্টো সম্পদ নিয়ন্ত্রণ চালু করেছে?
[A] Dubai
[B] Abu Dhabi
[C] Sharjah
[D] Riyadh

পশ্চিমবঙ্গ তথা গোটা ভারতবর্ষের যে কোনো চাকরির বিজ্ঞপ্তি পাবেন আমাদের এই examkolkata.com  ওয়েবসাইটে। এবং অবশ্যই মনে রাখবেন আমরা সরাসরি চাকরির ব্যবস্থা করে দিয়ে থাকি না।  আমরা শুধুমাত্র চাকরির বিজ্ঞপ্তিটি আমাদের দর্শক বন্ধুদের কাছে পৌঁছে দিয়ে থাকি। এছাড়াও প্রত্যেকদিনের কারেন্ট এফেয়ার্স এর জন্য প্রতিদিন নজর রাখুন আমাদের এই ওয়েবসাইটে। এবং আমাদের দর্শক বন্ধুদের কাছে একটাই আবেদন যথাসম্ভব বেশি বেশি শেয়ার এর মাধ্যমে বেশি সংখ্যক দর্শক বন্ধুদের কাছে এই বিজ্ঞপ্তি এবং প্রত্যেকদিনের কারেন্ট এফেয়ার্স পোঁছে দেওয়া। এই  examkolkata.com ওয়েবসাইটের পক্ষ থেকে আপনাদের সকলকে রইলো  ভবিষ্যতের জন্য শুভকামনা এবং অভিনন্দন।