১৫ ই জুন, ২০২৪ তারিখের বাংলায় কারেন্ট এফেয়ার্স

আজকে হাজির হয়েছি ১৫ ই জুন, ২০২৪ তারিখের বাংলায় কারেন্ট এফেয়ার্স নিয়ে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক।

প্রশ্ন – ১

ইউরোপিয়ান অর্গানাইজেশন ফর নিউক্লিয়ার রিসার্চ – CERN সম্প্রতি কোন দেশের পর্যবেক্ষকের মর্যাদা স্থগিত করেছে?
[A] USA
[B] Russia
[C] Ukraine
[D] Belarus

প্রশ্ন – ২

কোন দেশ সফলভাবে সামরিক উপগ্রহ ‘নূর 2’ কক্ষপথে উৎক্ষেপণ করেছে?
[A] UAE
[B] Iran
[C] Israel
[D] Oman

প্রশ্ন – ৩

‘গ্রামীনা হাব্বা’ কোন প্রতিষ্ঠান কর্তৃক আয়োজিত একটি বার্ষিক বিপণন অনুষ্ঠান?
[A] Ministry of Women and Child Development
[B] NABARD
[C] Tribes India
[D] SIDBI

প্রশ্ন – ৪

ইন্স্যুরেন্স রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটি অফ ইন্ডিয়া (IRDAI) এর চেয়ারম্যান হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে?
[A] Debasish Panda
[B] KV Kamath
[C] V Somanathan
[D] Tarun Bajaj

প্রশ্ন – ৫

'আন্তর্জাতিক গণিত দিবস' কবে পালিত হয়?
[A] March 11
[B] March 12
[C] March 14
[D] March 15

প্রশ্ন – ৬

'খেল মহাকুম্ভ' ভারতের কোন রাজ্যে অনুষ্ঠিত একটি ক্রীড়া ইভেন্ট?
[A] Gujarat
[B] Uttar Pradesh
[C] Rajasthan
[D] Madhya Pradesh

প্রশ্ন – ৭

ভারতের কোন রাজ্য 'ইন্দ্রায়ণী মেডিসিটি' নামে দেশের প্রথম মেডিকেল সিটি ঘোষণা করেছে?
[A] Uttarakhand
[B] Maharashtra
[C] Haryana
[D] Kerala

প্রশ্ন – ৮

কোন ভারতীয় ব্যাংক IFR এশিয়ার এশিয়ান ব্যাংক অফ দ্য ইয়ার পুরস্কার পেয়েছে?
[A] ICICI Bank
[B] State Bank of India
[C] Axis Bank
[D] HDFC Bank

প্রশ্ন – ৯

2022 প্রিটজকার পুরস্কার বিজয়ী কে?
[A] Diébédo Francis Kéré
[B] Anne Lacaton
[C] Jean-Philippe Vassal
[D] Arata Isozaki

প্রশ্ন – ১০

আন্তর্জাতিক অভিবাসন সংস্থার সদর দপ্তর কোথায় অবস্থিত?
[A] USA
[B] Switzerland
[C] Turkey
[D] Italy

পশ্চিমবঙ্গ তথা গোটা ভারতবর্ষের যে কোনো চাকরির বিজ্ঞপ্তি পাবেন আমাদের এই examkolkata.com  ওয়েবসাইটে। এবং অবশ্যই মনে রাখবেন আমরা সরাসরি চাকরির ব্যবস্থা করে দিয়ে থাকি না।  আমরা শুধুমাত্র চাকরির বিজ্ঞপ্তিটি আমাদের দর্শক বন্ধুদের কাছে পৌঁছে দিয়ে থাকি। এছাড়াও প্রত্যেকদিনের কারেন্ট এফেয়ার্স এর জন্য প্রতিদিন নজর রাখুন আমাদের এই ওয়েবসাইটে। এবং আমাদের দর্শক বন্ধুদের কাছে একটাই আবেদন যথাসম্ভব বেশি বেশি শেয়ার এর মাধ্যমে বেশি সংখ্যক দর্শক বন্ধুদের কাছে এই বিজ্ঞপ্তি এবং প্রত্যেকদিনের কারেন্ট এফেয়ার্স পোঁছে দেওয়া। এই  examkolkata.com ওয়েবসাইটের পক্ষ থেকে আপনাদের সকলকে রইলো  ভবিষ্যতের জন্য শুভকামনা এবং অভিনন্দন।