৭ ই জুলাই, ২০২৪ তারিখের বাংলায় কারেন্ট এফেয়ার্স

আজকে হাজির হয়েছি ৭ ই জুলাই, ২০২৪ তারিখের বাংলায় কারেন্ট এফেয়ার্স নিয়ে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক।

প্রশ্ন – ১

স্যার কেয়ার স্টারমার কোন দেশের নতুন প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত হয়েছেন?
[A] United Kingdom
[B] Australia
[C] New Zealand
[D] Poland

প্রশ্ন – ২

সম্প্রতি কোন দেশ ‘গ্লোবাল ইন্ডিয়াএআই সামিট 2024’ আয়োজন করেছে?
[A] Ukraine
[B] India
[C] Bangladesh
[D] China

প্রশ্ন – ৩

কোন রাজ্য সরকার সম্প্রতি কাবেরী নদীর দূষণ তদন্তের জন্য নয় সদস্যের একটি কমিটি গঠন করেছে?
[A] Maharashtra
[B] Kerala
[C] Tamil Nadu
[D] Karnataka

প্রশ্ন – ৪

সম্প্রতি মুদুমালাই টাইগার রিজার্ভে দেখা সাধারণ ঘাস হলুদ কোন প্রজাতির অন্তর্গত?
[A] Spider
[B] Butterfly
[C] Frog
[D] Ant

প্রশ্ন – ৫

সম্প্রতি মুদুমালাই টাইগার রিজার্ভে দেখা সাধারণ ঘাস হলুদ কোন প্রজাতির অন্তর্গত?
[A] Russia
[B] France
[C] USA
[D] Germany

প্রশ্ন – ৬

সম্প্রতি খবরে দেখা ‘মইডামস’ কী?
[A] Ancient temples
[B] Mound-burial sites
[C] Invasive plant
[D] Black Hole

প্রশ্ন – ৭

সম্প্রতি খবরে দেখা Leang Karampuang গুহা কোন দেশে অবস্থিত?
[A] Indonesia
[B] Malaysia
[C] France
[D] Ireland

প্রশ্ন – ৮

কোডেক্স অ্যালিমেনটারিয়াস কমিশনের নির্বাহী কমিটির (CCEXEC) 86তম অধিবেশন কোথায় আয়োজিত হয়েছিল?
[A] London
[B] Paris
[C] Rome
[D] Geneva

প্রশ্ন – ৯

সম্প্রতি খবরে দেখা জাতীয় সবুজ হাইড্রোজেন মিশনের প্রাথমিক উদ্দেশ্য কী?
[A] To reduce carbon emissions by 50%
[B] To make India a global hub for producing, utilising, and exporting Green Hydrogen and its derivatives
[C] To develop electric vehicles infrastructure
[D] To promote the use of solar energy

প্রশ্ন – ১০

আফ্রিকার কোন দেশ সম্প্রতি 18 বছরের কম বয়সী শিশুদের বিয়ে নিষিদ্ধ করে একটি আইন পাস করেছে?
[A] Ghana
[B] Sierra Leone
[C] Mali
[D] Senegal

পশ্চিমবঙ্গ তথা গোটা ভারতবর্ষের যে কোনো চাকরির বিজ্ঞপ্তি পাবেন আমাদের এই examkolkata.com  ওয়েবসাইটে। এবং অবশ্যই মনে রাখবেন আমরা সরাসরি চাকরির ব্যবস্থা করে দিয়ে থাকি না।  আমরা শুধুমাত্র চাকরির বিজ্ঞপ্তিটি আমাদের দর্শক বন্ধুদের কাছে পৌঁছে দিয়ে থাকি। এছাড়াও প্রত্যেকদিনের কারেন্ট এফেয়ার্স এর জন্য প্রতিদিন নজর রাখুন আমাদের এই ওয়েবসাইটে। এবং আমাদের দর্শক বন্ধুদের কাছে একটাই আবেদন যথাসম্ভব বেশি বেশি শেয়ার এর মাধ্যমে বেশি সংখ্যক দর্শক বন্ধুদের কাছে এই বিজ্ঞপ্তি এবং প্রত্যেকদিনের কারেন্ট এফেয়ার্স পোঁছে দেওয়া। এই  examkolkata.com ওয়েবসাইটের পক্ষ থেকে আপনাদের সকলকে রইলো  ভবিষ্যতের জন্য শুভকামনা এবং অভিনন্দন।