১২ই অক্টোবর, ২০২২ তারিখের বাংলায় কারেন্ট এফেয়ার্স

আজকে হাজির হয়েছি ১২ই অক্টোবর, ২০২২ তারিখের বাংলায় কারেন্ট এফেয়ার্স নিয়ে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক।

প্রশ্ন – ১

EU-এর বিশেষজ্ঞ মিশনের সুপারিশে ভারতে স্বীকৃতির জন্য জাতীয় সংস্থা হিসাবে কোন সংস্থাটি প্রতিষ্ঠিত হয়েছিল?
[A] Quality Council of India
[B] Food Corporation of India
[C] Food Safety and Standards Authority of India
[D] Bureau of Indian Standards

প্রশ্ন – ২

কোন প্রতিষ্ঠান ভারতে ক্রেডিট রেটিং এজেন্সি এবং তাদের কাজ নিয়ন্ত্রণ করে?
[A] আরবিআই
[B] সেবি
[C] অর্থ মন্ত্রণালয়
[D] CIBIL

প্রশ্ন – ৩

2022 সালে মার্কিন-ভারত কৌশলগত পরিচ্ছন্ন শক্তি অংশীদারিত্বের (USISCEP) মন্ত্রী পর্যায়ের সংলাপের আয়োজক কোনটি?
[A] নয়াদিল্লি
[B] ওয়াশিংটন ডিসি
[C] আহমেদাবাদ
[D] শিকাগো

প্রশ্ন – ৪

অর্থ মন্ত্রণালয়ের কোন বিভাগ পোস্ট ডিভোলিউশন রেভিনিউ ডেফিসিট (PDRD) অনুদান প্রকাশ করে?
[A] আর্থিক পরিষেবা বিভাগ
[B] রাজস্ব বিভাগ
[C] ব্যয় বিভাগ
[D] হিসাব ও নিরীক্ষা বিভাগ

প্রশ্ন – ৫

বিশ্ব হাসি দিবস প্রতি বছর কোন মাসে পালন করা হয়?
[A] জানুয়ারি
[B] এপ্রিল
[C] অক্টোবর
[D] ডিসেম্বর

প্রশ্ন – ৬

কোন শহর ‘Life মিশনের অধীনে অগ্নি তত্ত্ব অভিযানের প্রথম সেমিনার’-এর আয়োজক?
[A] বেঙ্গালুরু
[B] লেহ
[C] চেন্নাই
[D] কোচি

প্রশ্ন – ৭

কোন শহর ‘বিরাসাত আর্টস অ্যান্ড হেরিটেজ ফেস্টিভ্যাল’-এর আয়োজক?
[A] গান্ধী নগর
[B] বারাণসী
[C] জয়পুর
[D] রাঁচি

প্রশ্ন – ৮

কোন কেন্দ্রীয় মন্ত্রক ‘বেতিয়ান বনে কুশল’ অ-প্রথাগত জীবিকার দক্ষতা (NTL) জাতীয় সম্মেলনের আয়োজন করেছিল?
[A] মহিলা ও শিশু উন্নয়ন মন্ত্রণালয়
[B] সংখ্যালঘু বিষয়ক মন্ত্রণালয়
[C] দক্ষতা উন্নয়ন ও উদ্যোক্তা মন্ত্রণালয়
[D] স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়
 

পশ্চিমবঙ্গ তথা গোটা ভারতবর্ষের যে কোনো চাকরির বিজ্ঞপ্তি পাবেন আমাদের এই https://examkolkata.com  ওয়েবসাইটে। এবং অবশ্যই মনে রাখবেন আমরা সরাসরি চাকরির ব্যবস্থা করে দিয়ে থাকি না।  আমরা শুধুমাত্র চাকরির বিজ্ঞপ্তিটি আমাদের দর্শক বন্ধুদের কাছে পৌঁছে দিয়ে থাকি। এছাড়াও প্রত্যেকদিনের কারেন্ট এফেয়ার্স এর জন্য প্রতিদিন নজর রাখুন আমাদের এই ওয়েবসাইটে। এবং আমাদের দর্শক বন্ধুদের কাছে একটাই আবেদন যথাসম্ভব বেশি বেশি শেয়ার এর মাধ্যমে বেশি সংখ্যক দর্শক বন্ধুদের কাছে এই বিজ্ঞপ্তি এবং প্রত্যেকদিনের কারেন্ট এফেয়ার্স পোঁছে দেওয়া। এই  https://examkolkata.com ওয়েবসাইটের পক্ষ থেকে আপনাদের সকলকে রইলো  ভবিষ্যতের জন্য শুভকামনা এবং অভিনন্দন।