৮ই অক্টোবর, ২০২২ তারিখের বাংলায় কারেন্ট এফেয়ার্স

আজকে হাজির হয়েছি ৮ই অক্টোবর, ২০২২ তারিখের বাংলায় কারেন্ট এফেয়ার্স নিয়ে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক।

প্রশ্ন – ১

RBI-এর সাম্প্রতিক মুদ্রানীতি কমিটির বৈঠকের পর (অক্টোবর 2022), ভারতের জন্য 2022-23 বৃদ্ধির প্রক্ষেপণ কী?
[A] 6.5 %
[B] 7.0 %
[C] 7.5 %
[D] 8.2 %

প্রশ্ন – ২

ইউনিসেফের সাম্প্রতিক এক প্রতিবেদনে বলা হয়েছে, মেয়েদের উচ্চ শিক্ষা প্রদান করা হলে বাল্যবিবাহ কত শতাংশ কমতে পারে?
[A] 25%
[B] 40%
[C] 60%
[D] 80%

প্রশ্ন – ৩

ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশন (ICCR) সংস্কৃতের প্রচারের জন্য কোন প্রযুক্তি কোম্পানির সাথে অংশীদারিত্ব করেছে?
[A] মাইক্রোসফট
[B মেটা
[C] টুইটার
[D] গুগল

প্রশ্ন – ৪

2022 সালের ভারতের 36তম জাতীয় গেমসের আয়োজক কোন শহর?
[A] রুরকি
[B] বেঙ্গালুরু
[C] আহমেদাবাদ
[D] চেন্নাই

প্রশ্ন – ৫

ভারত প্রথম কোন দেশে পিনাকা ক্ষেপণাস্ত্র ব্যবস্থা রপ্তানি করার জন্য কোন দেশের সাথে চুক্তি করেছে?
[A] ফিলিপাইন
[B] আর্মেনিয়া
[C] মালদ্বীপ
[D] বাংলাদেশ

প্রশ্ন – ৬

‘ইউনিভার্সাল সার্ভিস আবলিগেশন ফান্ড (USOF)’ কোন কেন্দ্রীয় মন্ত্রকের সাথে যুক্ত?
[A] যোগাযোগ মন্ত্রণালয়
[B] ইলেকট্রনিক্স ও আইটি মন্ত্রণালয়
[C] MSME মন্ত্রণালয়
[D] বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়

প্রশ্ন – ৭

কোন প্রতিষ্ঠান ভারতে ‘ন্যাশনাল পেনশন সিস্টেম’ নিয়ন্ত্রণ করে?
[A] জীবন বীমা কর্পোরেশন (এলআইসি)
[B] পেনশন তহবিল নিয়ন্ত্রক ও উন্নয়ন কর্তৃপক্ষ (PFRDA)
[C] বীমা নিয়ন্ত্রক ও উন্নয়ন কর্তৃপক্ষ (IRDAI)
[D] সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া (SEBI)

প্রশ্ন – ৮

RBI-এর স্কেল-ভিত্তিক NBFC রেগুলেশন NBFC-কে কয়টি স্তরে শ্রেণীবদ্ধ করে?
[A] তিন
[B] চার
[C] পাঁচ
[D] ছয়
 

পশ্চিমবঙ্গ তথা গোটা ভারতবর্ষের যে কোনো চাকরির বিজ্ঞপ্তি পাবেন আমাদের এই https://examkolkata.com  ওয়েবসাইটে। এবং অবশ্যই মনে রাখবেন আমরা সরাসরি চাকরির ব্যবস্থা করে দিয়ে থাকি না।  আমরা শুধুমাত্র চাকরির বিজ্ঞপ্তিটি আমাদের দর্শক বন্ধুদের কাছে পৌঁছে দিয়ে থাকি। এছাড়াও প্রত্যেকদিনের কারেন্ট এফেয়ার্স এর জন্য প্রতিদিন নজর রাখুন আমাদের এই ওয়েবসাইটে। এবং আমাদের দর্শক বন্ধুদের কাছে একটাই আবেদন যথাসম্ভব বেশি বেশি শেয়ার এর মাধ্যমে বেশি সংখ্যক দর্শক বন্ধুদের কাছে এই বিজ্ঞপ্তি এবং প্রত্যেকদিনের কারেন্ট এফেয়ার্স পোঁছে দেওয়া। এই  https://examkolkata.com ওয়েবসাইটের পক্ষ থেকে আপনাদের সকলকে রইলো  ভবিষ্যতের জন্য শুভকামনা এবং অভিনন্দন।