২রা অক্টোবর, ২০২২ তারিখের বাংলায় কারেন্ট এফেয়ার্স

আজকে হাজির হয়েছি ২রা অক্টোবর, ২০২২ তারিখের বাংলায় কারেন্ট এফেয়ার্স নিয়ে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক।

প্রশ্ন – ১

2022 সাল পর্যন্ত জিডিপির অনুপাতে ভারতের লজিস্টিক খরচ কত?
[A] 9-10%
[B] 13-14%
[C] 15-16%
[D] 19-20%

প্রশ্ন – ২

2023 সালে কোন দেশ সাংহাই সহযোগিতা সংস্থা (SCO) এর আয়োজক?
[A] ভারত
[B] উজবেকিস্তান
[C] পাকিস্তান
[D] চীন

প্রশ্ন – ৩

বিজ্ঞান প্রগতি, যেটি জাতীয় রাজভাষা কীর্তি পুরস্কার পেয়েছে, কোন প্রতিষ্ঠান থেকে প্রকাশিত একটি বিজ্ঞান পত্রিকা?
[A] ISRO
[B] BARC
[C] CSIR
[D] AIIMS

প্রশ্ন – ৪

কোন রাজ্য সংস্কারবাদী নেতা ই ভি রামাসামির (পেরিয়ার) জন্মদিনে 'সামাজিক ন্যায়বিচার দিবস' উদযাপন করে?
[A] তামিলনাড়ু
[B] কেরালা
[C] অন্ধ্র প্রদেশ
[D] কর্ণাটক

প্রশ্ন – ৫

কোন প্রতিষ্ঠান ভারতে উপকূলীয় পরিচ্ছন্নতা দিবস অভিযানের নেতৃত্ব দেয়?
[A] NCC
[B] ভারতীয় কোস্ট গার্ড
[C] ভারতীয় নৌবাহিনী
[D] NSS

প্রশ্ন – ৬

‘জেলা প্রতিবন্ধী পুনর্বাসন কেন্দ্র (DDRC)’ কোন কেন্দ্রীয় মন্ত্রকের উদ্যোগ?
[A] ইউনিয়ন সামাজিক ন্যায়বিচার ও ক্ষমতায়ন
[B] ইউনিয়ন আইন ও বিচার
[C] ইউনিয়ন বিজ্ঞান ও প্রযুক্তি
[D] ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ

প্রশ্ন – ৭

‘গ্লোবাল ক্লিন এনার্জি অ্যাকশন ফোরাম’-এর আয়োজক কোন শহর?
[A] নয়াদিল্লি
[B] পিটসবার্গ
[C] প্যারিস
[D] রোম

প্রশ্ন – ৮

কোন রাজ্য NITI Aayog-এর মতো রাজ্য-স্তরের প্রতিষ্ঠান স্থাপনের ঘোষণা করেছে?
[A] কেরালা
[B] মহারাষ্ট্র
[C] তেলেঙ্গানা
[D] পশ্চিমবঙ্গ
 

পশ্চিমবঙ্গ তথা গোটা ভারতবর্ষের যে কোনো চাকরির বিজ্ঞপ্তি পাবেন আমাদের এই https://examkolkata.com  ওয়েবসাইটে। এবং অবশ্যই মনে রাখবেন আমরা সরাসরি চাকরির ব্যবস্থা করে দিয়ে থাকি না।  আমরা শুধুমাত্র চাকরির বিজ্ঞপ্তিটি আমাদের দর্শক বন্ধুদের কাছে পৌঁছে দিয়ে থাকি। এছাড়াও প্রত্যেকদিনের কারেন্ট এফেয়ার্স এর জন্য প্রতিদিন নজর রাখুন আমাদের এই ওয়েবসাইটে। এবং আমাদের দর্শক বন্ধুদের কাছে একটাই আবেদন যথাসম্ভব বেশি বেশি শেয়ার এর মাধ্যমে বেশি সংখ্যক দর্শক বন্ধুদের কাছে এই বিজ্ঞপ্তি এবং প্রত্যেকদিনের কারেন্ট এফেয়ার্স পোঁছে দেওয়া। এই  https://examkolkata.com ওয়েবসাইটের পক্ষ থেকে আপনাদের সকলকে রইলো  ভবিষ্যতের জন্য শুভকামনা এবং অভিনন্দন।