১৫ ই সেপ্টেম্বর, ২০২৪ তারিখের বাংলায় কারেন্ট এফেয়ার্স

আজকে হাজির হয়েছি ১৫ ই সেপ্টেম্বর, ২০২৪ এর মধ্যে ঘটে যাওয়া কিছু গুরুত্বপূর্ণ ঘটনা বা কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে। আমাদের চারিপাশে প্রতিদিন নিত্য নতুন কিছু ঘটে চলেছে যার পুরোটা আমাদের মনে রাখা একটু কষ্ট দায়ক হয়ে ওঠে আমাদের জন্য, সেই সম্যসার সমাধান করতে আমরা আপনাদের সামনে প্রতিদিন নিয়ে আসছি নতুন নতুন কারেন্ট অ্যাফেয়ার্স। আপনাদের চাকরির পরীক্ষার জন্য এই প্রচেষ্টা আশাকরি আপনাদের কাজে লাগবে। চলুন দেখে নেয়া যাক ১৫ ই সেপ্টেম্বর, ২০২৪ নতুন আপডেট।

১৫ ই সেপ্টেম্বর

১৫ ই সেপ্টেম্বর, ২০২৪

1 / 10

চোল প্রশাসনের পরিপ্রেক্ষিতে "কুররাম" কী নির্দেশ করে?

2 / 10

নিচের মধ্যে কে মেডিসিনে কাজ করেছেন বলে জানা যায়?

3 / 10

মধ্য এশিয়া থেকে, সম্ভবত ইউরালের দক্ষিণ এবং ক্যাস্পিয়ান সাগরের পূর্ব থেকে ইন্দো-আর্যদের আগমনের সবচেয়ে বিশিষ্ট কারণ কী ছিল?

4 / 10

হিন্দু ধর্মের একজন শ্রদ্ধেয় ভারতীয় ঋষি অগস্ত্য সম্পর্কে নিচের কোন বিবৃতিটি সত্য নয়?

5 / 10

কোনটি পল্লব রাজা নরসিংহবর্মণ-১ এর অপর নাম ছিল?

6 / 10

নিচের কোন আধুনিক রাজ্যে, জৈন ধর্মের 24 জন তীর্থঙ্করের অধিকাংশই নির্বাণ লাভ করেছিলেন?

7 / 10

খননকৃত বৌদ্ধ স্থান, ললিতগিরি, যা 1937 সালে কেন্দ্রীয়ভাবে সুরক্ষিত হিসাবে বিজ্ঞাপিত হয়েছিল, ভারতের নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে কোনটিতে অবস্থিত?

8 / 10

'ইন্ডিকা'-এর লেখক নিচের মধ্যে কে?

9 / 10

পালি গ্রন্থে, নিচের মধ্যে কাকে নিগন্থ নাটপুত্ত বলে উল্লেখ করা হয়েছে?

10 / 10

নালন্দা বিশ্ববিদ্যালয় কোন গুপ্ত শাসক দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল?

Your score is

The average score is 0%

0%

পশ্চিমবঙ্গ তথা গোটা ভারতবর্ষের যে কোনো চাকরির বিজ্ঞপ্তি পাবেন আমাদের এই examkolkata.com  ওয়েবসাইটে। এবং অবশ্যই মনে রাখবেন আমরা সরাসরি চাকরির ব্যবস্থা করে দিয়ে থাকি না।  আমরা শুধুমাত্র চাকরির বিজ্ঞপ্তিটি আমাদের দর্শক বন্ধুদের কাছে পৌঁছে দিয়ে থাকি। এছাড়াও প্রত্যেকদিনের কারেন্ট এফেয়ার্স এর জন্য প্রতিদিন নজর রাখুন আমাদের এই ওয়েবসাইটে। এবং আমাদের দর্শক বন্ধুদের কাছে একটাই আবেদন যথাসম্ভব বেশি বেশি শেয়ার এর মাধ্যমে বেশি সংখ্যক দর্শক বন্ধুদের কাছে এই বিজ্ঞপ্তি এবং প্রত্যেকদিনের কারেন্ট এফেয়ার্স পোঁছে দেওয়া। এই  examkolkata.com ওয়েবসাইটের পক্ষ থেকে আপনাদের সকলকে রইলো  ভবিষ্যতের জন্য শুভকামনা এবং অভিনন্দন।