৩০ই সেপ্টেম্বর, ২০২২ তারিখের বাংলায় কারেন্ট এফেয়ার্স

আজকে হাজির হয়েছি ৩০ই সেপ্টেম্বর, ২০২২ তারিখের বাংলায় কারেন্ট এফেয়ার্স নিয়ে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক।

প্রশ্ন – ১

কোন মাসকে ‘আন্তর্জাতিক PCOS সচেতনতা মাস’ হিসেবে পালন করা হয়?
[A] আগস্ট
[B] সেপ্টেম্বর
[C] অক্টোবর
[D] জানুয়ারি

প্রশ্ন – ২

উন্নত সাইবার নিরাপত্তা অনুশীলন তৈরি করতে কোন রাজ্য IT Major Dell এর সাথে একটি MOU স্বাক্ষর করেছে?
[A] কর্ণাটক
[B] তেলেঙ্গানা
[C] আসাম
[D] কেরালা

প্রশ্ন – ৩

2022 সালে অনুষ্ঠিত ‘সর্বভারতীয় সরকারি ভাষা সম্মেলন’-এর আয়োজক কোন শহর?
[A] সুরাট
[B] আহমেদাবাদ
[C] বেঙ্গালুরু
[D] পুনে

প্রশ্ন – ৪

MeitY Startup Hub (MSH) কোন কোম্পানির সাথে অংশীদারিত্ব করে ‘XR Startup Program’ চালু করতে?
[A] Amazon
[B] Apple
[C] Meta
[D] IBM

প্রশ্ন – ৫

সম্প্রতি খবরে দেখা গেল মুকুল রোহাতগিকে, তাঁকে কোন পদে নিয়োগ করা হয়েছে?
[A] প্রধান নির্বাচন কমিশনার
[B] চিফ ভিজিল্যান্স কমিশনার
[C] অ্যাটর্নি জেনারেল
[D] সিবিআই-এর ডিরেক্টর

প্রশ্ন – ৬

কোন দেশ বহু-জাতীয় প্রতিরক্ষা অনুশীলন 'কাকাডু 2022'-এর আয়োজক?
[A] মার্কিন যুক্তরাষ্ট্র
[B] অস্ট্রেলিয়া
[C] সিঙ্গাপুর
[D] ফ্রান্স

প্রশ্ন – ৭

বিশ্ব জল কংগ্রেস এবং প্রদর্শনী 2022 এর আয়োজক কোন দেশ?
[A] স্পেন
[B] জার্মানি
[C] ডেনমার্ক
[D] হাঙ্গেরি

প্রশ্ন – ৮

কোন রাজ্য SC, ST এবং অন্যান্যদের জন্য সরকারি চাকরিতে সংরক্ষণ বাড়িয়ে 77% করেছে?
[A] ছত্তিশগড়
[B] ঝাড়খণ্ড
[C] মধ্যপ্রদেশ
[D] অন্ধ্রপ্রদেশ
 

পশ্চিমবঙ্গ তথা গোটা ভারতবর্ষের যে কোনো চাকরির বিজ্ঞপ্তি পাবেন আমাদের এই https://examkolkata.com  ওয়েবসাইটে। এবং অবশ্যই মনে রাখবেন আমরা সরাসরি চাকরির ব্যবস্থা করে দিয়ে থাকি না।  আমরা শুধুমাত্র চাকরির বিজ্ঞপ্তিটি আমাদের দর্শক বন্ধুদের কাছে পৌঁছে দিয়ে থাকি। এছাড়াও প্রত্যেকদিনের কারেন্ট এফেয়ার্স এর জন্য প্রতিদিন নজর রাখুন আমাদের এই ওয়েবসাইটে। এবং আমাদের দর্শক বন্ধুদের কাছে একটাই আবেদন যথাসম্ভব বেশি বেশি শেয়ার এর মাধ্যমে বেশি সংখ্যক দর্শক বন্ধুদের কাছে এই বিজ্ঞপ্তি এবং প্রত্যেকদিনের কারেন্ট এফেয়ার্স পোঁছে দেওয়া। এই  https://examkolkata.com ওয়েবসাইটের পক্ষ থেকে আপনাদের সকলকে রইলো  ভবিষ্যতের জন্য শুভকামনা এবং অভিনন্দন।