১ লা অক্টোবর, ২০২৪ তারিখের বাংলায় কারেন্ট এফেয়ার্স

আজকে হাজির হয়েছি ১ লা অক্টোবর, ২০২৪ এর মধ্যে ঘটে যাওয়া কিছু গুরুত্বপূর্ণ ঘটনা বা কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে। আমাদের চারিপাশে প্রতিদিন নিত্য নতুন কিছু ঘটে চলেছে যার পুরোটা আমাদের মনে রাখা একটু কষ্ট দায়ক হয়ে ওঠে আমাদের জন্য, সেই সম্যসার সমাধান করতে আমরা আপনাদের সামনে প্রতিদিন নিয়ে আসছি নতুন নতুন কারেন্ট অ্যাফেয়ার্স। আপনাদের চাকরির পরীক্ষার জন্য এই প্রচেষ্টা আশাকরি আপনাদের কাজে লাগবে। চলুন দেখে নেয়া যাক ১ লা অক্টোবর, ২০২৪ নতুন আপডেট।

১ লা অক্টোবর

১ লা অক্টোবর, ২০২৪

1 / 10

কে ভারতের 78তম দাবা গ্র্যান্ডমাস্টার হয়েছেন?

2 / 10

ব্রাজিলের 39তম রাষ্ট্রপতি পদে কে শপথ গ্রহণ করেছেন?

3 / 10

কে বর্ডার সিকিউরিটি ফোর্স (BSF) -এ ডিরেক্টর জেনারেলের অতিরিক্ত দ্বায়িত্ব গ্রহণ করেছেন?

4 / 10

ভারতীয় বায়ু সেনা কোন এয়ারক্রাফট থেকে 400 km রেঞ্জের ব্রাহ্মস মিসাইল সফলপূর্বক টেস্ট-ফায়ার করেছে?

5 / 10

কোন কেন্দ্রীয় মন্ত্রী সাইবারক্রাইম নিয়ন্ত্রণ করতে “Stay Safe Online” অভিযান শুরু করেছে?

6 / 10

কে “FSSAI” -এর নতুন CEO পদে নিযুক্ত হয়েছেন?

7 / 10

কে Indian Overseas Bank -এর নতুন MD & CEO পদে নিযুক্ত হয়েছেন?

8 / 10

সম্প্রতি, কে উত্তরপ্রদেশের প্রথম মহিলা পুলিশ কমিশনার নিযুক্ত হয়েছেন?

9 / 10

নিম্নলিখিত কে Bombay Stock Exchange (BSE) -এর নতুন MD & CEO নিযুক্ত হয়েছেন?

10 / 10

কোন কেন্দ্রীয় মন্ত্রক “Prajjwala Challenge” লঞ্চ করেছে?

Your score is

The average score is 50%

0%

পশ্চিমবঙ্গ তথা গোটা ভারতবর্ষের যে কোনো চাকরির বিজ্ঞপ্তি পাবেন আমাদের এই examkolkata.com  ওয়েবসাইটে। এবং অবশ্যই মনে রাখবেন আমরা সরাসরি চাকরির ব্যবস্থা করে দিয়ে থাকি না।  আমরা শুধুমাত্র চাকরির বিজ্ঞপ্তিটি আমাদের দর্শক বন্ধুদের কাছে পৌঁছে দিয়ে থাকি। এছাড়াও প্রত্যেকদিনের কারেন্ট এফেয়ার্স এর জন্য প্রতিদিন নজর রাখুন আমাদের এই ওয়েবসাইটে। এবং আমাদের দর্শক বন্ধুদের কাছে একটাই আবেদন যথাসম্ভব বেশি বেশি শেয়ার এর মাধ্যমে বেশি সংখ্যক দর্শক বন্ধুদের কাছে এই বিজ্ঞপ্তি এবং প্রত্যেকদিনের কারেন্ট এফেয়ার্স পোঁছে দেওয়া। এই  examkolkata.com ওয়েবসাইটের পক্ষ থেকে আপনাদের সকলকে রইলো  ভবিষ্যতের জন্য শুভকামনা এবং অভিনন্দন।