২২ই সেপ্টেম্বর, ২০২২ তারিখের বাংলায় কারেন্ট এফেয়ার্স

আজকে হাজির হয়েছি ২২ই সেপ্টেম্বর, ২০২২ তারিখের বাংলায় কারেন্ট এফেয়ার্স নিয়ে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক।

প্রশ্ন – ১

সম্প্রতি, স্বাতী পিরামল কোন দেশের সর্বোচ্চ বেসামরিক সম্মান দেওয়া হয়েছে?
[A] জাপান
[B] ইতালি
[C] জাপান 
[D] ফ্রান্স

প্রশ্ন – ২

কোন দেশ 2023 সালে “Women’s Under-19 T20 World Cup” হোস্ট করবে?
[A] ভারত
[B] অস্ট্রেলিয়া
[C] পাকিস্তান 
[D] দক্ষিণ আফ্রিকা

প্রশ্ন – ৩

সম্প্রতি, প্রকাশিত “Global Crypto Adoption Index 2022” -এ কোন রাজ্য শীর্ষে রয়েছে?
[A] সিঙ্গাপুর
[B] ইসরাইল 
[C] ফিনল্যান্ড
[D] ভিয়েতনাম

প্রশ্ন – ৪

‘District Disability Rehabilitation centre (DDRC)’ – কোন কেন্দ্রীয় মন্ত্রকের উদ্যোগ?
[A] কেন্দ্রীয় আইন ও বিচার
[B] কেন্দ্রীয় সামাজিক ন্যায়বিচার ও ক্ষমতায়ন
[C] কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ
[D] কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি

প্রশ্ন – ৫

সম্প্রতি, ভারতীয় নৌ-সেনা 32 বছর পর কোন জাহাজটিকে বাতিল করলো?
[A] INS Khirch
[B] INS Ajay (P34)
[C] INS Khanjar
[D] INS Khukri

প্রশ্ন – ৬

কোন রাজ্য সরকার রাজ্যের সরকারি কর্মচারীদের 3% মহার্ঘ ভাতা (DA)  বৃদ্ধির ঘোষণা করেছে?
[A] উড়িষ্যা
[B] গুজরাট
[C] কেরালা
[D] পশ্চিমবঙ্গ

প্রশ্ন – ৭

প্রধানমন্ত্রী নরেন্দ্রমোদী কোন রাজ্যে “BJP Mayor’s Conclave” -এর উদ্বোধন করেছেন?
[A] মধ্যপ্রদেশ
[B] গুজরাট
[C] কর্ণাটক
[D] পাঞ্জাব 

প্রশ্ন – ৮

নিম্নলিখিত কোন সংস্থা দ্বারা প্রকাশিত “বিজ্ঞান প্রগতি” নামক ম্যাগাজিন “National Rajbhasha Kirti Award” পেয়েছে?
[A] CESCRA
[B] ICAR
[C] CSIR
[D] ICSR
 

পশ্চিমবঙ্গ তথা গোটা ভারতবর্ষের যে কোনো চাকরির বিজ্ঞপ্তি পাবেন আমাদের এই https://examkolkata.com  ওয়েবসাইটে। এবং অবশ্যই মনে রাখবেন আমরা সরাসরি চাকরির ব্যবস্থা করে দিয়ে থাকি না।  আমরা শুধুমাত্র চাকরির বিজ্ঞপ্তিটি আমাদের দর্শক বন্ধুদের কাছে পৌঁছে দিয়ে থাকি। এছাড়াও প্রত্যেকদিনের কারেন্ট এফেয়ার্স এর জন্য প্রতিদিন নজর রাখুন আমাদের এই ওয়েবসাইটে। এবং আমাদের দর্শক বন্ধুদের কাছে একটাই আবেদন যথাসম্ভব বেশি বেশি শেয়ার এর মাধ্যমে বেশি সংখ্যক দর্শক বন্ধুদের কাছে এই বিজ্ঞপ্তি এবং প্রত্যেকদিনের কারেন্ট এফেয়ার্স পোঁছে দেওয়া। এই  https://examkolkata.com ওয়েবসাইটের পক্ষ থেকে আপনাদের সকলকে রইলো  ভবিষ্যতের জন্য শুভকামনা এবং অভিনন্দন।