২১ই সেপ্টেম্বর, ২০২২ তারিখের বাংলায় কারেন্ট এফেয়ার্স

আজকে হাজির হয়েছি ২১ই সেপ্টেম্বর, ২০২২ তারিখের বাংলায় কারেন্ট এফেয়ার্স নিয়ে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক।

প্রশ্ন – ১

সম্প্রতি, BLO e-magazine লঞ্চ করেছে _____________
[A] নীতি আয়োগ
[B] স্বরাষ্ট্র মন্ত্রক
[C] শিক্ষা মন্ত্রক
[D] ভারতীয় নির্বাচন কমিশন

প্রশ্ন – ২

কোন রাজ্য সরকার রাজ্যজুড়ে “Swachhta Hi Seva” অভিযান শুরু করেছে?
[A] ঝাড়খন্ড
[B] গুজরাট 
[C] তেলেঙ্গানা
[D] ছত্তিসগড়

প্রশ্ন – ৩

সম্প্রতি, 18 সেপ্টেম্বর তারিখে বজরং পুনিয়া “World Wrestling Championship 2022” কোন পদক জিতেছে?
[A] স্বর্ণ পদক
[B] রৌপ্য পদক
[C] ব্রোঞ্জ পদক
[D] কোনো পদক জিতেনি

প্রশ্ন – ৪

প্রতিবছর কবে “World Bamboo Day” পালিত হয়?
[A] 18 সেপ্টেম্বর
[B] 19 সেপ্টেম্বর
[C] 17 সেপ্টেম্বর
[D] 20 সেপ্টেম্বর

প্রশ্ন – ৫

India Trade Promotion Organization (ITPO) -এর নতুন চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টর পদে কে নিযুক্ত হয়েছেন?
[A] আমন গুপ্তা
[B] নমিতা বানসাল
[C] রবি রঞ্জন
[D] বি.ভি.আর সুব্রাহ্মনিয়াম 

প্রশ্ন – ৬

কোন রাজ্য সরকার সরকারি স্কুলের শিক্ষার্থীদের জন্য “Breakfast” প্রকল্প শুরু করেছে?
[A] কেরালা
[B] অন্ধ্রপ্রদেশ
[C] তামিলনাড়ু
[D] কর্ণাটক

প্রশ্ন – ৭

“International Equal Pay Day” কবে পালিত হয়?
[A] 16 সেপ্টেম্বর
[B] 17 সেপ্টেম্বর
[C] 18 সেপ্টেম্বর
[D] 19 সেপ্টেম্বর

প্রশ্ন – ৮

কর্ণাটকের প্রণব আনন্দ ভারতের কততম দাবা গ্র্যান্ডমাস্টার হয়েছেন?
[A] 75 তম
[B] 76 তম
[C] 77 তম
[D] 78 তম
 

পশ্চিমবঙ্গ তথা গোটা ভারতবর্ষের যে কোনো চাকরির বিজ্ঞপ্তি পাবেন আমাদের এই https://examkolkata.com  ওয়েবসাইটে। এবং অবশ্যই মনে রাখবেন আমরা সরাসরি চাকরির ব্যবস্থা করে দিয়ে থাকি না।  আমরা শুধুমাত্র চাকরির বিজ্ঞপ্তিটি আমাদের দর্শক বন্ধুদের কাছে পৌঁছে দিয়ে থাকি। এছাড়াও প্রত্যেকদিনের কারেন্ট এফেয়ার্স এর জন্য প্রতিদিন নজর রাখুন আমাদের এই ওয়েবসাইটে। এবং আমাদের দর্শক বন্ধুদের কাছে একটাই আবেদন যথাসম্ভব বেশি বেশি শেয়ার এর মাধ্যমে বেশি সংখ্যক দর্শক বন্ধুদের কাছে এই বিজ্ঞপ্তি এবং প্রত্যেকদিনের কারেন্ট এফেয়ার্স পোঁছে দেওয়া। এই  https://examkolkata.com ওয়েবসাইটের পক্ষ থেকে আপনাদের সকলকে রইলো  ভবিষ্যতের জন্য শুভকামনা এবং অভিনন্দন।