১৮ই সেপ্টেম্বর, ২০২২ তারিখের বাংলায় কারেন্ট এফেয়ার্স

আজকে হাজির হয়েছি ১৮ই সেপ্টেম্বর, ২০২২ তারিখের বাংলায় কারেন্ট এফেয়ার্স নিয়ে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক।

প্রশ্ন – ১

কোন কেন্দ্রীয় মন্ত্রক ‘EU-India Green Hydrogen Forum’ -এর আয়োজন করেছিল?
[A] Ministry of Commerce and Industry
[B] Ministry of External Affairs
[C] Ministry of New and Renewable Energy
[D] Ministry of Power and Renewable Energy

প্রশ্ন – ২

ক্রিকেট টুর্নামেন্ট “Asia Cup 2022” -এর খেতাব কে জিতেছে?
[A] পাকিস্তান 
[B] শ্রীলঙ্কা
[C] বাংলাদেশ
[D] ভারত

প্রশ্ন – ৩

নিম্নলিখিত কোন ভারতীয় সশস্ত্র বাহিনী দ্বারা “প্রভাত প্রহর” অনুশীলনটি আয়োজিত হয়েছিল?
[A] Indian Navy
[B] Indian Air Force
[C] CRPF 
[D] Indian Army

প্রশ্ন – ৪

“Men’s T20 World Cup 2022” -এ ভারতের অধিনায়ক কে হবেন?
[A] বিরাট কোহলী
[B] এম এস ধোনি 
[C] জসপ্রীত বুমরাহ
[D] রোহিত শর্মা

প্রশ্ন – ৫

প্রতিবছর কবে “International Coastal Cleanliness Day” পালিত হয়?
[A] 11 সেপ্টেম্বর
[B] 13 সেপ্টেম্বর
[C] 15 সেপ্টেম্বর
[D] 17 সেপ্টেম্বর

প্রশ্ন – ৬

নিম্নলিখিত কে 14তম Attorney General of India (AGI) নিযুক্ত হতে চলেছেন?
[A] মুকুল রোহত্যাগী
[B] হরিশ সালভে
[C] তুষার মেহতা
[D] কপিল সিব্বাল

প্রশ্ন – ৭

“US Open Tennis Tournament 2022” -এর খেতাব কে জিতেছে?
[A] Novak Djokovic
[B] Casper Rudd
[C] Carlos Alcaraz
[D] Rafael Nadal

প্রশ্ন – ৮

“বিশ্ব হিন্দি দিবস” কবে পালিত হয়?
[A] ১২ সেপ্টেম্বর
[B] ১৩ সেপ্টেম্বর
[C] ১৪ সেপ্টেম্বর
[D] ১৫ সেপ্টেম্বর
 

পশ্চিমবঙ্গ তথা গোটা ভারতবর্ষের যে কোনো চাকরির বিজ্ঞপ্তি পাবেন আমাদের এই https://examkolkata.com  ওয়েবসাইটে। এবং অবশ্যই মনে রাখবেন আমরা সরাসরি চাকরির ব্যবস্থা করে দিয়ে থাকি না।  আমরা শুধুমাত্র চাকরির বিজ্ঞপ্তিটি আমাদের দর্শক বন্ধুদের কাছে পৌঁছে দিয়ে থাকি। এছাড়াও প্রত্যেকদিনের কারেন্ট এফেয়ার্স এর জন্য প্রতিদিন নজর রাখুন আমাদের এই ওয়েবসাইটে। এবং আমাদের দর্শক বন্ধুদের কাছে একটাই আবেদন যথাসম্ভব বেশি বেশি শেয়ার এর মাধ্যমে বেশি সংখ্যক দর্শক বন্ধুদের কাছে এই বিজ্ঞপ্তি এবং প্রত্যেকদিনের কারেন্ট এফেয়ার্স পোঁছে দেওয়া। এই  https://examkolkata.com ওয়েবসাইটের পক্ষ থেকে আপনাদের সকলকে রইলো  ভবিষ্যতের জন্য শুভকামনা এবং অভিনন্দন।