১৫ই সেপ্টেম্বর, ২০২২ তারিখের বাংলায় কারেন্ট এফেয়ার্স

আজকে হাজির হয়েছি ১৫ই সেপ্টেম্বর, ২০২২ তারিখের বাংলায় কারেন্ট এফেয়ার্স নিয়ে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক।

প্রশ্ন – ১

ফরেনসিক প্রমাণ সংগ্রহ বাধ্যতামূলক করার জন্য কোন রাজ্য/ইউটি পুলিশ দেশের প্রথম?
[A] তামিলনাড়ু
[B] দিল্লি
[C] কর্ণাটক
[D] ওড়িশা

প্রশ্ন – ২

'সংবৎসরী দিবস' কোন ধর্মে পালিত একটি ঐতিহ্যবাহী উৎসব?
[A] বৌদ্ধধর্ম
[B] হিন্দু ধর্ম
[C] জৈন ধর্ম
[D] শিখ ধর্ম

প্রশ্ন – ৩

2022 সালের কোন মাস থেকে মাসিক GST রাজস্ব 1.4 লক্ষ কোটি টাকার উপরে রয়ে গেছে?
[A] জানুয়ারি
[B] মার্চ
[C] মে
[D] জুন

প্রশ্ন – ৪

সম্প্রতি অনুষ্ঠিত 30 তম দক্ষিণ জোনাল কাউন্সিলের সভাস্থল কোনটি?
[A] তিরুবনন্তপুরম
[B] চেন্নাই
[C] বেঙ্গালুরু
[D] হায়দ্রাবাদ

প্রশ্ন – ৫

কোন রাজ্য সরকার 17 সেপ্টেম্বরকে ‘জাতীয় ঐক্য দিবস’ হিসেবে পালন করার ঘোষণা দিয়েছে?
[A] কেরালা
[B] তেলেঙ্গানা
[C] বিহার
[D] ওড়িশা

প্রশ্ন – ৬

কোন প্রতিষ্ঠান/বাহিনী ‘ড্রোন-ভিত্তিক টিয়ার স্মোক লঞ্চার’ তৈরি করেছে?
[A] DRDO  
[B] BSF 
[C] HAL
[D] BEL

প্রশ্ন – ৭

কোন আফ্রিকান দেশ প্রথম 'ফলাফল ভিত্তিক অর্থপ্রদান চুক্তিতে' প্রবেশ করে?
[A] মিশর
[B] গ্যাবন
[C] কেনিয়া
[D] দক্ষিণ আফ্রিকা

প্রশ্ন – ৮

ভারতে জাতীয় শিক্ষক দিবস কবে পালিত হয়?
[A] ৫ সেপ্টেম্বর
[B] ৫ অক্টোবর
[C] ৫ নভেম্বর
[D] ৫ ডিসেম্বর
 

পশ্চিমবঙ্গ তথা গোটা ভারতবর্ষের যে কোনো চাকরির বিজ্ঞপ্তি পাবেন আমাদের এই https://examkolkata.com  ওয়েবসাইটে। এবং অবশ্যই মনে রাখবেন আমরা সরাসরি চাকরির ব্যবস্থা করে দিয়ে থাকি না।  আমরা শুধুমাত্র চাকরির বিজ্ঞপ্তিটি আমাদের দর্শক বন্ধুদের কাছে পৌঁছে দিয়ে থাকি। এছাড়াও প্রত্যেকদিনের কারেন্ট এফেয়ার্স এর জন্য প্রতিদিন নজর রাখুন আমাদের এই ওয়েবসাইটে। এবং আমাদের দর্শক বন্ধুদের কাছে একটাই আবেদন যথাসম্ভব বেশি বেশি শেয়ার এর মাধ্যমে বেশি সংখ্যক দর্শক বন্ধুদের কাছে এই বিজ্ঞপ্তি এবং প্রত্যেকদিনের কারেন্ট এফেয়ার্স পোঁছে দেওয়া। এই  https://examkolkata.com ওয়েবসাইটের পক্ষ থেকে আপনাদের সকলকে রইলো  ভবিষ্যতের জন্য শুভকামনা এবং অভিনন্দন।