১২ই সেপ্টেম্বর, ২০২২ তারিখের বাংলায় কারেন্ট এফেয়ার্স

আজকে হাজির হয়েছি ১২ই সেপ্টেম্বর, ২০২২ তারিখের বাংলায় কারেন্ট এফেয়ার্স নিয়ে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক।

প্রশ্ন – ১

কোন দেশ 2022 সালে G-20 প্রেসিডেন্সি ধারণ করে?
[A] ভারত
[B] চীন
[C] ইন্দোনেশিয়া
[D] শ্রীলঙ্কা

প্রশ্ন – ২

ভারতের কোন রাজ্য/ইউটি 'মহিলা নিধি' চালু করেছে, ঋণের মাধ্যমে মহিলাদের সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নের জন্য ঋণ প্রকল্প?
[A] উত্তর প্রদেশ
[B] রাজস্থান
[C] পশ্চিমবঙ্গ
[D] ওড়িশা

প্রশ্ন – ৩

2022 সাল পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে সফল পেস বোলার কে?
[A] জাসপ্রিত বুমরাহ
[B] জেমস অ্যান্ডারসন
[C] রবীন্দ্র জাদেজা
[D] ইশান্ত শর্মা

প্রশ্ন – ৪

'WHO' কোন প্রতিষ্ঠানের সাথে 'Progress on WASH in health care 2000-2021' শীর্ষক একটি প্রতিবেদন প্রকাশ করেছে?
[A] UNICEF
[B] UNESCO
[C] John Hopkins University
[D] NITI Aayog

প্রশ্ন – ৫

কোন কেন্দ্রীয় মন্ত্রক ই-গভর্নেন্সের জন্য 'গাইডলাইনস ফর অ্যানোনিমিসেশন অফ ডেটা (AoD) এবং মোবাইল সিকিউরিটি গাইডলাইনস (MSG)' প্রকাশ করেছে?
[A] আইন ও বিচার মন্ত্রণালয়
[B] ইলেকট্রনিক্স ও আইটি মন্ত্রণালয়
[C] স্বরাষ্ট্র মন্ত্রণালয়
[D] পররাষ্ট্র মন্ত্রণালয়

প্রশ্ন – ৬

'আফ্রিকান বংশোদ্ভূত মানুষের জন্য আন্তর্জাতিক দিবস' প্রথম পালিত হয় কোন সালে?
[A] 1991
[B] 2001
[C] 2011
[D] 2021

প্রশ্ন – ৭

রবি শাস্ত্রী, যার শতবর্ষী জন্মবার্ষিকী সম্প্রতি পালিত হয়েছে, তিনি কোন ভাষার প্রখ্যাত লেখক ছিলেন?
[A] মালায়লাম
[B] তেলেগু
[C] হিন্দি
[D] কন্নড়

প্রশ্ন – ৮

কোন রাজ্য/ইউটি 2021 সালে সর্বাধিক সংখ্যক সাইবার ক্রাইম ঘটনা রেকর্ড করেছে?
[A] মহারাষ্ট্র
[B] নয়াদিল্লি
[C] কর্ণাটক
[D] উত্তরপ্রদেশ
 

পশ্চিমবঙ্গ তথা গোটা ভারতবর্ষের যে কোনো চাকরির বিজ্ঞপ্তি পাবেন আমাদের এই https://examkolkata.com  ওয়েবসাইটে। এবং অবশ্যই মনে রাখবেন আমরা সরাসরি চাকরির ব্যবস্থা করে দিয়ে থাকি না।  আমরা শুধুমাত্র চাকরির বিজ্ঞপ্তিটি আমাদের দর্শক বন্ধুদের কাছে পৌঁছে দিয়ে থাকি। এছাড়াও প্রত্যেকদিনের কারেন্ট এফেয়ার্স এর জন্য প্রতিদিন নজর রাখুন আমাদের এই ওয়েবসাইটে। এবং আমাদের দর্শক বন্ধুদের কাছে একটাই আবেদন যথাসম্ভব বেশি বেশি শেয়ার এর মাধ্যমে বেশি সংখ্যক দর্শক বন্ধুদের কাছে এই বিজ্ঞপ্তি এবং প্রত্যেকদিনের কারেন্ট এফেয়ার্স পোঁছে দেওয়া। এই  https://examkolkata.com ওয়েবসাইটের পক্ষ থেকে আপনাদের সকলকে রইলো  ভবিষ্যতের জন্য শুভকামনা এবং অভিনন্দন।