১১ই সেপ্টেম্বর, ২০২২ তারিখের বাংলায় কারেন্ট এফেয়ার্স

আজকে হাজির হয়েছি ১১ই সেপ্টেম্বর, ২০২২ তারিখের বাংলায় কারেন্ট এফেয়ার্স নিয়ে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক।

প্রশ্ন – ১

NHPC -এর চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টর পদে কে নিযুক্ত হয়েছেন?
[A] Yamuna Kumar Chaubey
[B] Dr. Vasudha Gupta
[C] Adille Sumariwalla
[D] R K Gupta

প্রশ্ন – ২

নিম্নলিখিত কে “22nd Dubai Open Chess Tournament” জিতেছে?
[A] অভিজিৎ গুপ্তা
[B] জয়কুমার সামেত
[C] বিশ্বনাথন আনন্দ
[D] অরবিন্দ চিদম্বরম

প্রশ্ন – ৩

ভারত কোন দেশের সহযোগিতায় 26টি দেশের জন্য “Cyber Security Exercise” -এর আয়োজন করেছে?
[A] Japan
[B] New Zealand
[C] Singapore
[D] United Kingdom

প্রশ্ন – ৪

কোন দেশ প্রতিবছর “Eastern Economic Form” -এর আয়োজন করে?
[A] জার্মানী
[B] পোল্যান্ড
[C] রাশিয়া
[D] জাপান 

প্রশ্ন – ৫

ব্রাজিল কত সালে স্বাধীনতা লাভ করে?
[A] 7 সেপ্টেম্বর 1819
[B] 7 সেপ্টেম্বর 1822
[C] 7 সেপ্টেম্বর 1820
[D] 7 সেপ্টেম্বর 1825

প্রশ্ন – ৬

ভারত সরকার দ্বারা ঘোষিত রাজধানী নতুন দিল্লীতে অবস্থিত “রাজপথ” -এর নতুন নামটি কি?
[A] Nyayapath
[B] Kartavyapath
[C] Satyapath
[D] Ahimsapath

প্রশ্ন – ৭

ভারতের প্রথম “Bio-Village” কোন রাজ্যে স্থাপিত হবে?
[A] মনিপুর
[B] ত্রিপুরা
[C] মেঘালয় 
[D] অরুণাচল প্রদেশ

প্রশ্ন – ৮

ভারতীয় বংশোদ্ভূত Suella Braverman, কোন দেশের স্বরাষ্ট্র সচীব (Home Secretary) নিযুক্ত হয়েছেন?
[A] Canada
[B] United Kingdom
[C] Australia
[D] United States
 

পশ্চিমবঙ্গ তথা গোটা ভারতবর্ষের যে কোনো চাকরির বিজ্ঞপ্তি পাবেন আমাদের এই https://examkolkata.com  ওয়েবসাইটে। এবং অবশ্যই মনে রাখবেন আমরা সরাসরি চাকরির ব্যবস্থা করে দিয়ে থাকি না।  আমরা শুধুমাত্র চাকরির বিজ্ঞপ্তিটি আমাদের দর্শক বন্ধুদের কাছে পৌঁছে দিয়ে থাকি। এছাড়াও প্রত্যেকদিনের কারেন্ট এফেয়ার্স এর জন্য প্রতিদিন নজর রাখুন আমাদের এই ওয়েবসাইটে। এবং আমাদের দর্শক বন্ধুদের কাছে একটাই আবেদন যথাসম্ভব বেশি বেশি শেয়ার এর মাধ্যমে বেশি সংখ্যক দর্শক বন্ধুদের কাছে এই বিজ্ঞপ্তি এবং প্রত্যেকদিনের কারেন্ট এফেয়ার্স পোঁছে দেওয়া। এই  https://examkolkata.com ওয়েবসাইটের পক্ষ থেকে আপনাদের সকলকে রইলো  ভবিষ্যতের জন্য শুভকামনা এবং অভিনন্দন।