১০ই সেপ্টেম্বর, ২০২২ তারিখের বাংলায় কারেন্ট এফেয়ার্স

আজকে হাজির হয়েছি ১০ই সেপ্টেম্বর, ২০২২ তারিখের বাংলায় কারেন্ট এফেয়ার্স নিয়ে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক।

প্রশ্ন – ১

সম্প্রতি, কে “PM SHRI Yojana” -এর ঘোষণা করেছে?
[A] অমিত শাহ
[B] নরেন্দ্র মোদী
[C] রাজনাথ সিং
[D] নিতিন গডকড়ী

প্রশ্ন – ২

কোন রাজ্য সরকার ‘Indira Gandhi Shehari Rojgar Guarantee Yojana’ শুরু করতে চলেছে?
[A] উত্তরপ্রদেশ
[B] উত্তরাখন্ড
[C] হরিয়ানা 
[D] রাজস্থান

প্রশ্ন – ৩

সম্প্রতি, কোন রাজ্যে “68th Neheru Trophy Boat Race” অনুষ্ঠিত হয়েছে?
[A] কেরালা
[B] উড়িষ্যা
[C] কর্ণাটক 
[D] পশ্চিমবঙ্গ

প্রশ্ন – ৪

সম্প্রতি, প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্ম কতজন শিক্ষক কে “National Award to Teachers” প্রদান করেছেন?”
[A] 22 জন
[B] 38 জন
[C] 46 জন
[D] 25 জন

প্রশ্ন – ৫

ইউনাইটেড কিংডোম (UK) -এর নতুন প্রধানমন্ত্রী পদে কে নিযুক্ত হয়েছেন?
[A] Priti Patel
[B] Liz Truss
[C] Penny Mordaunt
[D] Rishi Sunak

প্রশ্ন – ৬

কোন ভারতীয় ক্রিকেটার সমস্ত ক্রিকেট ফরম্যাট কে অবসরের ঘোষণা করেছেন?
[A] রবীন্দ্র জাদেজা
[B] শিখর ধবন
[C] সুরেশ রায়না
[D] রবিচন্দ্রন অশ্বীন

প্রশ্ন – ৭

National Green Tribunal (NGT) -বর্জ্য ব্যবস্থাপনায় ব্যর্থতার জন্য কোন রাজ্যকে জরিমানা করেছে?
[A] বিহার
[B] উত্তরপ্রদেশ
[C] হরিয়ানা 
[D] পশ্চিমবঙ্গ

প্রশ্ন – ৮

36th National Games -এর ম্যাসকট কী?
[A] Vikas
[B] Sher
[C] Leo
[D] Savaj
 

পশ্চিমবঙ্গ তথা গোটা ভারতবর্ষের যে কোনো চাকরির বিজ্ঞপ্তি পাবেন আমাদের এই https://examkolkata.com  ওয়েবসাইটে। এবং অবশ্যই মনে রাখবেন আমরা সরাসরি চাকরির ব্যবস্থা করে দিয়ে থাকি না।  আমরা শুধুমাত্র চাকরির বিজ্ঞপ্তিটি আমাদের দর্শক বন্ধুদের কাছে পৌঁছে দিয়ে থাকি। এছাড়াও প্রত্যেকদিনের কারেন্ট এফেয়ার্স এর জন্য প্রতিদিন নজর রাখুন আমাদের এই ওয়েবসাইটে। এবং আমাদের দর্শক বন্ধুদের কাছে একটাই আবেদন যথাসম্ভব বেশি বেশি শেয়ার এর মাধ্যমে বেশি সংখ্যক দর্শক বন্ধুদের কাছে এই বিজ্ঞপ্তি এবং প্রত্যেকদিনের কারেন্ট এফেয়ার্স পোঁছে দেওয়া। এই  https://examkolkata.com ওয়েবসাইটের পক্ষ থেকে আপনাদের সকলকে রইলো  ভবিষ্যতের জন্য শুভকামনা এবং অভিনন্দন।