৯ই সেপ্টেম্বর, ২০২২ তারিখের বাংলায় কারেন্ট এফেয়ার্স

আজকে হাজির হয়েছি ৯ই সেপ্টেম্বর, ২০২২ তারিখের বাংলায় কারেন্ট এফেয়ার্স নিয়ে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক।

প্রশ্ন – ১

ভারতের কোথায় ‘Night Sky Sanctuary’ নির্মিত হবে?
[A] নিউ দিল্লী
[B] রাজস্থান
[C] লাদাখ
[D] উত্তরপ্রদেশ

প্রশ্ন – ২

কোন দেশ যুক্তরাজ্যকে পেছনে ফেলে বিশ্বের পঞ্চম বৃহত্তম অর্থনীতিতে পরিণত হয়েছে?
[A] রাশিয়া
[B] দক্ষিণ কোরিয়া
[C] বাংলাদেশ 
[D] ভারত

প্রশ্ন – ৩

ভারতের কোন রাজ্যে “Ghatiana Dwivarna” নামে কাঁকড়ার নতুন প্রজাতির খোঁজ পাওয়া গেছে?
[A] কেরালা
[B] কর্ণাটক
[C] মধ্যপ্রদেশ
[D] উত্তরপ্রদেশ

প্রশ্ন – ৪

সম্প্রতি, 4 সেপ্টেম্বর তারিখে গাড়ী দুর্ঘটনায় মৃত্য সাইরাস মিস্ত্রী কোন সংস্থার পূর্ব চেয়ারপারসন পদে নিযুক্ত ছিলেন? 
[A] Aditya Birla Group
[B] Adani Group
[C] Tata Group
[D] Larsen & Toubro

প্রশ্ন – ৫

ভারতীয় বংশোদ্ভূত লক্ষণ নরসিম্হা কোন আমেরিকান মাল্টিন্যাশনাল সংস্থার CEO পদে নিযুক্ত হয়েছেন?
[A] Amazon
[B] Facebook
[C] Apple
[D] Starbucks

প্রশ্ন – ৬

“International Day of Charity” কবে পালিত হয়?
[A] 1 সেপ্টেম্বর
[B] 3 সেপ্টেম্বর
[C] 5 সেপ্টেম্বর
[D] 8 সেপ্টেম্বর

প্রশ্ন – ৭

কোন ভারতীয় রাজ্যে “36th National Games” অনুষ্ঠিত হবে?
[A] গুজরাট
[B] উত্তরপ্রদেশ
[C] নিউ দিল্লী
[D] কেরালা

প্রশ্ন – ৮

ভারতে “শিক্ষক দিবস” কার জন্মদিবস উপলক্ষে পালিত হয়?
[A] সাবিত্রীবাই ফুলে
[B] ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
[C] এ.পি.জে আব্দুল কালাম
[D] ড: সর্বপল্লী রাধাকৃষ্ণন
 

পশ্চিমবঙ্গ তথা গোটা ভারতবর্ষের যে কোনো চাকরির বিজ্ঞপ্তি পাবেন আমাদের এই https://examkolkata.com  ওয়েবসাইটে। এবং অবশ্যই মনে রাখবেন আমরা সরাসরি চাকরির ব্যবস্থা করে দিয়ে থাকি না।  আমরা শুধুমাত্র চাকরির বিজ্ঞপ্তিটি আমাদের দর্শক বন্ধুদের কাছে পৌঁছে দিয়ে থাকি। এছাড়াও প্রত্যেকদিনের কারেন্ট এফেয়ার্স এর জন্য প্রতিদিন নজর রাখুন আমাদের এই ওয়েবসাইটে। এবং আমাদের দর্শক বন্ধুদের কাছে একটাই আবেদন যথাসম্ভব বেশি বেশি শেয়ার এর মাধ্যমে বেশি সংখ্যক দর্শক বন্ধুদের কাছে এই বিজ্ঞপ্তি এবং প্রত্যেকদিনের কারেন্ট এফেয়ার্স পোঁছে দেওয়া। এই  https://examkolkata.com ওয়েবসাইটের পক্ষ থেকে আপনাদের সকলকে রইলো  ভবিষ্যতের জন্য শুভকামনা এবং অভিনন্দন।