২৭ই ডিসেম্বর, ২০২২ তারিখের বাংলায় কারেন্ট এফেয়ার্স

আজকে হাজির হয়েছি ২৭ই ডিসেম্বর, ২০২২ তারিখের বাংলায় কারেন্ট এফেয়ার্স নিয়ে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক।

প্রশ্ন – ১

‘দ্বাদশ বিশ্ব হিন্দি সম্মেলনের আয়োজক কোন দেশ?
[A] ইতালি
[B] জার্মানি
[C] যুক্তরাজ্য
[D] ফিজি
প্রশ্ন – ২

কোন প্রতিষ্ঠান ‘ক্লাইমেট ইনভেস্টমেন্ট অপারচুনিটিস ইন ইন্ডিয়া’স কুলিং সেক্টর’ শীর্ষক প্রতিবেদন প্রকাশ করেছে?
[A] নীতি আয়োগ
[B] বিশ্বব্যাংক
[C] ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম
[D] আন্তর্জাতিক মুদ্রা তহবিল
প্রশ্ন – ৩

কোন দেশে ব্যাকটেরিয়া সংক্রমণ ‘স্ট্রেপ এ’ দ্বারা শিশুদের মৃত্যু রেকর্ড করা হয়েছে?
[A] ভারত
[B] যুক্তরাজ্য
[C] জার্মানি
[D] বাংলাদেশ
প্রশ্ন – ৪
কোন প্রতিষ্ঠান ‘জখম ও সহিংসতা প্রতিরোধ: একটি ওভারভিউ’ শীর্ষক প্রতিবেদন প্রকাশ করেছে?
[A] ইউনিসেফ
[B] WHO
[C] ইউনেস্কো
[D] ইউএন উইমেন
প্রশ্ন – ৫

খবরে দেখা গেল তুঙ্গারেশ্বর বন্যপ্রাণী অভয়ারণ্য কোন রাজ্যে অবস্থিত?
[A] কর্ণাটক
[B] মহারাষ্ট্র
[C] কেরালা
[D] অন্ধ্রপ্রদেশ
প্রশ্ন – ৬

‘আর্টন ক্যাপিটাল পাসপোর্ট ইনডেক্স 2022’-এ ভারতের স্থান কত?
[A] ৮০
[B] ৮৭
[C] ৯২
[D] ৯৫
প্রশ্ন – ৭

ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক (RBI) কোন দেশের আর্থিক কর্তৃপক্ষের সাথে একটি মুদ্রা বিনিময় চুক্তি স্বাক্ষর করেছে?
[A] চীন
[B] রাশিয়া
[C] মালদ্বীপ
[D] শ্রীলঙ্কা
প্রশ্ন – ৮

দিনা বলুয়ার্তে সম্প্রতি কোন দেশের প্রথম মহিলা রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন?
[A] ফ্রান্স
[B] পেরু
[C] ব্রাজিল
[D] অস্ট্রেলিয়া
পশ্চিমবঙ্গ তথা গোটা ভারতবর্ষের যে কোনো চাকরির বিজ্ঞপ্তি পাবেন আমাদের এই https://examkolkata.com ওয়েবসাইটে। এবং অবশ্যই মনে রাখবেন আমরা সরাসরি চাকরির ব্যবস্থা করে দিয়ে থাকি না। আমরা শুধুমাত্র চাকরির বিজ্ঞপ্তিটি আমাদের দর্শক বন্ধুদের কাছে পৌঁছে দিয়ে থাকি। এছাড়াও প্রত্যেকদিনের কারেন্ট এফেয়ার্স এর জন্য প্রতিদিন নজর রাখুন আমাদের এই ওয়েবসাইটে। এবং আমাদের দর্শক বন্ধুদের কাছে একটাই আবেদন যথাসম্ভব বেশি বেশি শেয়ার এর মাধ্যমে বেশি সংখ্যক দর্শক বন্ধুদের কাছে এই বিজ্ঞপ্তি এবং প্রত্যেকদিনের কারেন্ট এফেয়ার্স পোঁছে দেওয়া। এই https://examkolkata.com ওয়েবসাইটের পক্ষ থেকে আপনাদের সকলকে রইলো ভবিষ্যতের জন্য শুভকামনা এবং অভিনন্দন।