ভারতীয় সেনায় অগ্নিবীর ভর্তি র‍্যালি

সম্প্রতি অগ্নিবীর প্রকল্পের মাধ্যমে ভারতীয় সেনায় চার বছরের জন্য সেনাবাহিনীতে চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। শিলিগুড়ি আর্মি র‍্যালির মাধ্যমে ভারতীয় সেনাতে অগ্নিবীর পদে নিয়োগ করবে। কোন শিক্ষাগত যোগ্যতা এবং কোন বয়সের প্রার্থীরা আবেদন করতে পারবেন, তার পুরোটাই নিচের এই বিজ্ঞপ্তিতে জানিয়ে দেওয়া হয়েছে। চলুন এই ব্যাপারে বিস্তারিত জেনে নেওয়া যাক।

 

পদের নাম- অগ্নিবীর
শিক্ষাগত যোগ্যতা- আবেদনে ইচ্ছুক প্রার্থীরা অষ্টম শ্রেণী পাশে আবেদন করতে পারবেন।

পদের নাম- অগ্নিবীর
শিক্ষাগত যোগ্যতা- যে কোন শাখায় মাধ্যমিক পাশ করে থাকলে আবেদন করতে পারবেন।

পদের নাম- অগ্নিবীর (জেনারেল ডিউটি)
শিক্ষাগত যোগ্যতা– মাধ্যমিক পাশ করে থাকলে আবেদন করা যাবে। তবে মাধ্যমিকে ৪৫ শতাংশ নম্বর থাকতে হবে সঙ্গে প্রতি বিষয়ে ৩৩ শতাংশ নম্বর থাকতে হবে।

পদের নাম- অগ্নিবীর (টেকনিকাল)
শিক্ষাগত যোগ্যতা- আবেদনকারীকে অবশ্যই বিজ্ঞান বিভাগের উচ্চ মাধ্যমিক পাশ করে থাকতে হবে। তবে উচ্চ মাধ্যমিকে ৫০ শতাংশ নম্বর থাকতে হবে সঙ্গে পদার্থবিদ্যা, রসায়ন বিভাগ, অংক বা ইংরেজিতে ৪০ শতাংশ নম্বর থাকতে হবে।

পদের নাম- অগ্নিবীর (ক্লার্ক/ স্টোর কিপার)
শিক্ষাগত যোগ্যতা- ৬০ শতাংশ নম্বরসহ বিজ্ঞান বিভাগ, কলা বিভাগ বা বাণিজ্যিক বিভাগে উচ্চমাধ্যমিক পাশ করে থাকলে আবেদন করতে পারবেন।

বয়স- উপরিউক্ত সমস্ত পদগুলির জন্য আবেদনে ইচ্ছুক প্রার্থীদের বয়স হতে হবে সাড়ে ১৭ বছর থেকে ২৩ বছরের মধ্যে।

বেতন  এই প্রকল্পকে নিযুক্তদের বেতন দেওয়া হবে, প্রথম বছর মাসিক ৩০,০০০/- টাকা। দ্বিতীয় বছর মাসিক ৩৩,০০০/- টাকা। তৃতীয় বছর মাসিক ৩৬,০০০/- টাকা। ও চতুর্থ বছর মাসিক ৪০,০০০/- টাকা। এছাড়াও অন্যান্য সুযোগ-সুবিধা দেওয়া হবে।

Physical Fitness Test-
Group- A- আবেদনকারী প্রার্থীদের ১৬০০ মিটার দৌড় ৫ মিঃ ৩০ সেকেন্ডের মধ্যে সম্পূর্ণ করলে ৬০ মার্ক। এবং ১০ টি Pull Ups করলে আরো ৪০ মার্ক দেওয়া হবে।
Group- B- আবেদনকারী প্রার্থীদের ১৬০০ মিটার দৌড় ৫ মিঃ ৩১ সেকেন্ড থেকে ৫ মিঃ ৪৫ সেকেন্ডের মধ্যে সম্পূর্ণ করলে ৪৮ মার্ক। এবং ৯ টি Pull Ups করলে ৩৩, ৮ টি Pull Ups করলে ২৭, ৭টি Pull Ups করলে ২১ ও ৬ টি Pull Ups করলে ১৬ মার্ক দেওয়া হবে। পরবর্তীতে মেডিকেল টেস্ট ও লিখিত পরীক্ষার ভিত্তিতে নিয়োগ করা হবে।

ওজন এবং উচ্চতা- সেনাবাহিনীর পুরনো নিয়ম অনুযায়ী নির্ধারিত হবে।

যে সব জেলা থেকে আবেদন করা যাবে- উপরিউক্ত ৱ্যালিতে এই রাজ্যের জলপাইগুড়ি, দার্জিলিং, আলিপুরদুয়ার, মালদা, কালিম্পং, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, কোচবিহার জেলার প্রার্থীরা এই র‍্যালিতে অংশগ্রহণ করতে পারবেন।

র‍্যালির তারিখ-  র‍্যালি হবে ২৮ শে নভেম্বর থেকে ৫ ডিসেম্বর পর্যন্ত।