২২ই আগস্ট, ২০২২ তারিখের বাংলায় কারেন্ট এফেয়ার্স

আজকে হাজির হয়েছি ২২ই আগস্ট, ২০২২ তারিখের বাংলায় কারেন্ট এফেয়ার্স নিয়ে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক।

প্রশ্ন – ১

IDE World Dairy Summit 2022 – কোন ভারতীয় শহরে অনুষ্ঠিত হবে?
[A] মুম্বাই
[B] কলকাতা 
[C] হায়দ্রাবাদ
[D] নয়া দিল্লী

প্রশ্ন – ২

সম্প্রতি, কোন রাজ্যের “Astro Lab of Laugat Singh Collage” -কে ইউনেস্কো হেরিটেজ তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে?
[A] কেরালা
[B] বিহার
[C] কর্ণাটক 
[D] রাজস্থান

প্রশ্ন – ৩

নিম্নলিখিত কে প্রধানমন্ত্রী দপ্তর -এর নির্দেশক পদে নিযুক্ত হয়েছেন?
[A] অঞ্জলি কুমারী
[B] বিপিন শর্মা
[C] শ্বেতা সিং
[D] বিপিন শর্মা

প্রশ্ন – ৪

প্রতিবছর কবে “Quit India Movement Day” পালিত হয়?
[A] 7 আগস্ট
[B] 8 আগস্ট
[C] 9 আগস্ট
[D] 12 আগস্ট

প্রশ্ন – ৫

নিম্নলিখিত কে ভারতের 14তম উপ-রাষ্ট্রপতি পদে নির্বাচিত হয়েছেন?
[A] মার্গারেট আলভা
[B] জগদ্বীপ ধনকর
[C] ভেঙ্কাইয়াহ নাইডু
[D] বিমান বন্দোপাধ্যায়

প্রশ্ন – ৬

ভারতের “National Handloom Day” কবে পালিত হয়?
[A] 6 আগস্ট
[B] 7 আগস্ট
[C] 8 আগস্ট
[D] 5 আগস্ট

প্রশ্ন – ৭

কোন ভারতীয় বক্সার Commonwealth Games 2022 -এ 50কেজি বিভাগে স্বর্ণপদক জিতেছে?
[A] Mary Kom
[B] Nikhat Zareen
[C] Pooja Rani
[D] Nikhat Zareen

প্রশ্ন – ৮

কোন রাজ্য সরকার “Cheerag Scheme” লঞ্চ করেছে?
[A] অন্ধ্রপ্রদেশ
[B] হরিয়ানা
[C] তামিলনাড়ু
[D] আসাম
 

পশ্চিমবঙ্গ তথা গোটা ভারতবর্ষের যে কোনো চাকরির বিজ্ঞপ্তি পাবেন আমাদের এই https://examkolkata.com  ওয়েবসাইটে। এবং অবশ্যই মনে রাখবেন আমরা সরাসরি চাকরির ব্যবস্থা করে দিয়ে থাকি না।  আমরা শুধুমাত্র চাকরির বিজ্ঞপ্তিটি আমাদের দর্শক বন্ধুদের কাছে পৌঁছে দিয়ে থাকি। এছাড়াও প্রত্যেকদিনের কারেন্ট এফেয়ার্স এর জন্য প্রতিদিন নজর রাখুন আমাদের এই ওয়েবসাইটে। এবং আমাদের দর্শক বন্ধুদের কাছে একটাই আবেদন যথাসম্ভব বেশি বেশি শেয়ার এর মাধ্যমে বেশি সংখ্যক দর্শক বন্ধুদের কাছে এই বিজ্ঞপ্তি এবং প্রত্যেকদিনের কারেন্ট এফেয়ার্স পোঁছে দেওয়া। এই  https://examkolkata.com ওয়েবসাইটের পক্ষ থেকে আপনাদের সকলকে রইলো  ভবিষ্যতের জন্য শুভকামনা এবং অভিনন্দন।