২১ই আগস্ট, ২০২২ তারিখের বাংলায় কারেন্ট এফেয়ার্স

আজকে হাজির হয়েছি ২১ই আগস্ট, ২০২২ তারিখের বাংলায় কারেন্ট এফেয়ার্স নিয়ে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক।

প্রশ্ন – ১

“Dunari” কোন দেশের চন্দ্র মিশনের নাম?
[A] জাপান
[B] দক্ষিণ কোরিয়া
[C] অস্ট্রেলিয়া
[D] চীন

প্রশ্ন – ২

Commonwealth Games 2022 -এ মুরালি শ্রীশঙ্কর কোন ক্রীড়ায় রৌপ্য পদক জিতেছেন?
[A] Long Jump
[B] Weightlifting
[C] Judo
[D] Boxing

প্রশ্ন – ৩

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোন রাজ্যে “Shrimad Rajchandra Mission Projects” -এর ভিত্তিশিলা স্থাপন করেছেন?
[A] উত্তরপ্রদেশ
[B] কর্ণাটক
[C] গুজরাট
[D] উত্তরাখন্ড

প্রশ্ন – ৪

National Stock Exchange (NSE) -এর MD & CEO পদে কার নাম নির্বাচন করা হয়েছে?
[A] Arundhati Bhatacharya
[B] K V Kamath
[C] Ashish Chauhan
[D] Urjit Patel

প্রশ্ন – ৫

নিম্নলিখিত কে 49তম Chief Justice of India (CJI) পদে অধিষ্ঠিত হবেন?
[A] Justice DY Chandrachud
[B] Justice SK Kaul
[C] Justice UU Lalit
[D] Justice S Abdul Nazeer

প্রশ্ন – ৬

Fortune Global 500 List 2022 -এ Reliance Industries Limited (RIL) -এর অবস্থান কততম?
[A] 101তম
[B] 104তম
[C] 110তম
[D] 112তম

প্রশ্ন – ৭

সম্প্রতি, ভারতের কে হাই জাম্প -ক্রীড়ায় Commonwealth Games -এ প্রথম বারের মতো পদক জিতেছে?
[A] M Sreeshankar
[B] Dutee Chand
[C] Tejaswin Shankar 
[D] Hima Das

প্রশ্ন – ৮

তুলিকা মান Commonwealth Games 2022 -এ কোন ক্রীড়ায় রৌপ্য পদক জিতেছে?
[A] Judo 
[B] Weightlifting
[C] Track and Field
[D] Squash
 

পশ্চিমবঙ্গ তথা গোটা ভারতবর্ষের যে কোনো চাকরির বিজ্ঞপ্তি পাবেন আমাদের এই https://examkolkata.com  ওয়েবসাইটে। এবং অবশ্যই মনে রাখবেন আমরা সরাসরি চাকরির ব্যবস্থা করে দিয়ে থাকি না।  আমরা শুধুমাত্র চাকরির বিজ্ঞপ্তিটি আমাদের দর্শক বন্ধুদের কাছে পৌঁছে দিয়ে থাকি। এছাড়াও প্রত্যেকদিনের কারেন্ট এফেয়ার্স এর জন্য প্রতিদিন নজর রাখুন আমাদের এই ওয়েবসাইটে। এবং আমাদের দর্শক বন্ধুদের কাছে একটাই আবেদন যথাসম্ভব বেশি বেশি শেয়ার এর মাধ্যমে বেশি সংখ্যক দর্শক বন্ধুদের কাছে এই বিজ্ঞপ্তি এবং প্রত্যেকদিনের কারেন্ট এফেয়ার্স পোঁছে দেওয়া। এই  https://examkolkata.com ওয়েবসাইটের পক্ষ থেকে আপনাদের সকলকে রইলো  ভবিষ্যতের জন্য শুভকামনা এবং অভিনন্দন।