১০ই আগস্ট, ২০২২ তারিখের বাংলায় কারেন্ট এফেয়ার্স

আজকে হাজির হয়েছি ১০ই আগস্ট, ২০২২ তারিখের বাংলায় কারেন্ট এফেয়ার্স নিয়ে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক।

প্রশ্ন – ১

“World Nature Conservation Day” কবে পালিত হয়?
[A] 25 জুলাই
[B] 26 জুলাই
[C] 27 জুলাই
[D] 28 জুলাই

প্রশ্ন – ২

কোন রাজ্য “36th National Games 2022” হোস্ট করবে?
[A] মহারাষ্ট্র
[B] গুজরাট
[C] রাজস্থান
[D] কেরালা

প্রশ্ন – ৩

সম্প্রতি, 27 জুলাই তারিখে কততম “CRPF Raising Day” পালিত হয়েছে?
[A] 83তম
[B] 84তম
[C] 85তম
[D] 86তম

প্রশ্ন – ৪

সম্প্রতি, ভারতের মহিলা হকি দল _______ স্কোরে ঘানা মহিলা হকি দলকে পরাজিত করেছে। 
[A] 3-2
[B] 5-0
[C] 4-1
[D] 6-2

প্রশ্ন – ৫

কেন্দ্র সরকার নিম্নলিখিত কোনটির প্রচারের জন্য “Rashtriya Khanij Puraskar” প্রতিষ্টা করা হয়েছে?
[A] তাঁতশিল্প
[B] খননকার্য
[C] খেলা-ধুলা
[D] কৃষি

প্রশ্ন – ৬

“International Tiger Day” কবে পালিত হয়?
[A] 27 জুলাই
[B] 28 জুলাই
[C] 29 জুলাই
[D] 30 জুলাই

প্রশ্ন – ৭

ভারতের প্রথম স্বদেশীয় এয়ারক্রাফট ক্যারিয়ার নাম কি যেটি সম্প্রতি ভারতীয় নৌ-সেনায় যুক্ত হয়েছে?
[A] বিক্রান্ত
[B] বিক্রম
[C] সূর্য
[D] ঐশী

প্রশ্ন – ৮

সম্প্রতি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোথায় ভারতের প্রথম “International Bullion Exchange” লঞ্চ করেছেন?
[A] গান্ধীনগর
[B] লখনৌ
[C] কলকাতা 
[D] মুম্বাই
 

পশ্চিমবঙ্গ তথা গোটা ভারতবর্ষের যে কোনো চাকরির বিজ্ঞপ্তি পাবেন আমাদের এই https://examkolkata.com  ওয়েবসাইটে। এবং অবশ্যই মনে রাখবেন আমরা সরাসরি চাকরির ব্যবস্থা করে দিয়ে থাকি না।  আমরা শুধুমাত্র চাকরির বিজ্ঞপ্তিটি আমাদের দর্শক বন্ধুদের কাছে পৌঁছে দিয়ে থাকি। এছাড়াও প্রত্যেকদিনের কারেন্ট এফেয়ার্স এর জন্য প্রতিদিন নজর রাখুন আমাদের এই ওয়েবসাইটে। এবং আমাদের দর্শক বন্ধুদের কাছে একটাই আবেদন যথাসম্ভব বেশি বেশি শেয়ার এর মাধ্যমে বেশি সংখ্যক দর্শক বন্ধুদের কাছে এই বিজ্ঞপ্তি এবং প্রত্যেকদিনের কারেন্ট এফেয়ার্স পোঁছে দেওয়া। এই  https://examkolkata.com ওয়েবসাইটের পক্ষ থেকে আপনাদের সকলকে রইলো  ভবিষ্যতের জন্য শুভকামনা এবং অভিনন্দন।