৫ই আগস্ট, ২০২২ তারিখের বাংলায় কারেন্ট এফেয়ার্স

আজকে হাজির হয়েছি ৫ই আগস্ট, ২০২২ তারিখের বাংলায় কারেন্ট এফেয়ার্স নিয়ে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক।

প্রশ্ন – ১

কোন প্রতিষ্ঠান ‘গ্লোবাল জেন্ডার গ্যাপ রিপোর্ট’ প্রকাশ করে?
[A] ইউএন উইমেন
[B] ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম
[C] আন্তর্জাতিক মুদ্রা তহবিল
[D] বিশ্বব্যাংক

প্রশ্ন – ২

কোন দেশগুলি 'I2U2 গ্রূপিং' এর সাথে যুক্ত?
[A] ভারত-ইসরায়েল-ইউএই-ইউএসএ
[B] ভারত-ইসরায়েল-যুক্তরাজ্য-যুক্তরাষ্ট্র
[C] ভারত-ইরান-UAE-USA
[D] ভারত-ইরান-যুক্তরাজ্য-যুক্তরাষ্ট্র

প্রশ্ন – ৩

কোন শহরে, সংস্কৃতি মন্ত্রক ‘ধম্মচাক্কা দিবস 2022 উদযাপন’ আয়োজন করেছে?
[A] বারাণসী
[B] সারনাথ
[C] পাটনা
[D] বেঙ্গালুরু

প্রশ্ন – ৪

তরঙ্গা পাহাড়ে অজিতনাথ জৈন মন্দির, পবিত্র জৈন তীর্থঙ্করদের মধ্যে একটি, কোন রাজ্য/ইউটি-এ অবস্থিত?
[A] মহারাষ্ট্র
[B] গুজরাট
[C] বিহার
[D] উত্তরপ্রদেশ

প্রশ্ন – ৫

'নিরাপদ আশ্রয়ের উদ্যোগ অস্বীকার' এবং 'দুর্নীতি বিরোধী কর্মশালা এবং অর্থনৈতিক উন্নয়ন' কোন ব্লকের সাথে যুক্ত?
[A] জি-20
[B] ইউরোপীয় ইউনিয়ন
[C] ব্রিকস
[D] আসিয়ান

প্রশ্ন – ৬

কোন কেন্দ্রীয় মন্ত্রক ‘মিশন শক্তি’ প্রকল্প বাস্তবায়ন করে?
[A] মহিলা ও শিশু উন্নয়ন মন্ত্রণালয়
[B] প্রতিরক্ষা মন্ত্রণালয়
[C] পররাষ্ট্র মন্ত্রণালয়
[D] MSME মন্ত্রণালয়

প্রশ্ন – ৭

ভারত কোন রাজ্য/ইউটি-তে তার প্রথম বানর-পক্সের ঘটনা রিপোর্ট করেছে?
[A] উত্তর প্রদেশ
[B] কেরালা
[C] সিকিম
[D] পাঞ্জাব

প্রশ্ন – ৮

2022 সালের জুন মাসে সর্বভারতীয় পাইকারি মূল্য সূচক (WPI) এর উপর ভিত্তি করে মুদ্রাস্ফীতির হার কত?
[A] 11.18%
[B] 13.18%
[C] 15.18%
[D] 17.18%
 

পশ্চিমবঙ্গ তথা গোটা ভারতবর্ষের যে কোনো চাকরির বিজ্ঞপ্তি পাবেন আমাদের এই https://examkolkata.com  ওয়েবসাইটে। এবং অবশ্যই মনে রাখবেন আমরা সরাসরি চাকরির ব্যবস্থা করে দিয়ে থাকি না।  আমরা শুধুমাত্র চাকরির বিজ্ঞপ্তিটি আমাদের দর্শক বন্ধুদের কাছে পৌঁছে দিয়ে থাকি। এছাড়াও প্রত্যেকদিনের কারেন্ট এফেয়ার্স এর জন্য প্রতিদিন নজর রাখুন আমাদের এই ওয়েবসাইটে। এবং আমাদের দর্শক বন্ধুদের কাছে একটাই আবেদন যথাসম্ভব বেশি বেশি শেয়ার এর মাধ্যমে বেশি সংখ্যক দর্শক বন্ধুদের কাছে এই বিজ্ঞপ্তি এবং প্রত্যেকদিনের কারেন্ট এফেয়ার্স পোঁছে দেওয়া। এই  https://examkolkata.com ওয়েবসাইটের পক্ষ থেকে আপনাদের সকলকে রইলো  ভবিষ্যতের জন্য শুভকামনা এবং অভিনন্দন।