৪ঠা আগস্ট, ২০২২ তারিখের বাংলায় কারেন্ট এফেয়ার্স

আজকে হাজির হয়েছি  ৪ঠা আগস্ট, ২০২২ তারিখের বাংলায় কারেন্ট এফেয়ার্স নিয়ে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক।

প্রশ্ন – ১

ভারতের তৃতীয় এবং সাম্প্রতিকতম পাওয়ার এক্সচেঞ্জ কোনটি সম্প্রতি চালু হয়েছে?
[A] ভারত পাওয়ার এক্সচেঞ্জ
[B] হিন্দুস্তান পাওয়ার এক্সচেঞ্জ
[C] অমৃত পাওয়ার এক্সচেঞ্জ
[D] PTC পাওয়ার এক্সচেঞ্জ

প্রশ্ন – ২

‘ন্যাশনাল কনক্লেভ অন মাইনস অ্যান্ড মিনারেলস’-এর স্থান কোনটি?
[A] নয়াদিল্লি
[B] মুম্বাই
[C] রাঁচি
[D] রায়পুর

প্রশ্ন – ৩

কোন প্রতিষ্ঠান ‘কস্ট-অফ-লিভিং ক্রাইসিস ইন ডেভেলপিং কান্ট্রিজ’ প্রতিবেদন প্রকাশ করেছে?
[A] ইউএনডিপি
[B] বিশ্বব্যাংক
[C] ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম
[D] আন্তর্জাতিক মুদ্রা তহবিল

প্রশ্ন – ৪

2022 সালের জুন মাসে ভারতে খুচরা মুদ্রাস্ফীতির হার কত?
[A] 5.01 শতাংশ
[B] 6.01 শতাংশ
[C] 7.01 শতাংশ
[D] 8.01 শতাংশ

প্রশ্ন – ৫

'রাষ্ট্রীয় কৃষি ও উদ্যানপালন মন্ত্রীদের জাতীয় সম্মেলনের' স্থান কোনটি?
[A] জয়পুর
[B] অমৃতসর
[C] বেঙ্গালুরু
[D] বারাণসী

প্রশ্ন – ৬

কোন প্রতিষ্ঠান ইন্ডেক্স অফ ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন (IIP) আউটপুট ডেটা প্রকাশ করে?
[A] নীতি আয়োগ
[B] জাতীয় পরিসংখ্যান অফিস
[C] আর্থিক পরিষেবা বিভাগ
[D] অর্থনৈতিক বিষয় বিভাগ

প্রশ্ন – ৭

কোন কোম্পানি সার্ভিকাল ক্যান্সারের বিরুদ্ধে ভারতের প্রথম কোয়াড্রিভ্যালেন্ট হিউম্যান প্যাপিলোমাভাইরাস ভ্যাকসিন (qHPV) তৈরি করতে প্রস্তুত?
[A] বায়োকন
[B] সিরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া
[C] ভারত বায়োটেক
[D] বায়োলজিক্যাল ই লিমিটেড

প্রশ্ন – ৮

ভারতে আমানতের শংসাপত্রের সর্বনিম্ন ম্যাচুরিটি কত দিন?
[A] ৭ দিন
[B] ১০ দিন
[C] ১৫ দিন
[D] ৩০ দিন
 

পশ্চিমবঙ্গ তথা গোটা ভারতবর্ষের যে কোনো চাকরির বিজ্ঞপ্তি পাবেন আমাদের এই https://examkolkata.com  ওয়েবসাইটে। এবং অবশ্যই মনে রাখবেন আমরা সরাসরি চাকরির ব্যবস্থা করে দিয়ে থাকি না।  আমরা শুধুমাত্র চাকরির বিজ্ঞপ্তিটি আমাদের দর্শক বন্ধুদের কাছে পৌঁছে দিয়ে থাকি। এছাড়াও প্রত্যেকদিনের কারেন্ট এফেয়ার্স এর জন্য প্রতিদিন নজর রাখুন আমাদের এই ওয়েবসাইটে। এবং আমাদের দর্শক বন্ধুদের কাছে একটাই আবেদন যথাসম্ভব বেশি বেশি শেয়ার এর মাধ্যমে বেশি সংখ্যক দর্শক বন্ধুদের কাছে এই বিজ্ঞপ্তি এবং প্রত্যেকদিনের কারেন্ট এফেয়ার্স পোঁছে দেওয়া। এই  https://examkolkata.com ওয়েবসাইটের পক্ষ থেকে আপনাদের সকলকে রইলো  ভবিষ্যতের জন্য শুভকামনা এবং অভিনন্দন।