২রা আগস্ট, ২০২২ তারিখের বাংলায় কারেন্ট এফেয়ার্স

আজকে হাজির হয়েছি  ২রা আগস্ট, ২০২২ তারিখের বাংলায় কারেন্ট এফেয়ার্স নিয়ে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক।

প্রশ্ন – ১

সাম্প্রতিক, সরকারি তথ্য অনুযায়ী গত 3 বছরে ভারতে মোট কয়টি বাঘের মৃত্যু হয়েছে?
[A] 29
[B] 129
[C] 329 
[D] 529

প্রশ্ন – ২

কোন দেশ 2024 সালের পর Intrnational Space Station ছাড়ার ঘোষণা করেছে?
[A] চীন
[B] মার্কিন যুক্তরাষ্ট্র
[C] ইরান 
[D] রাশিয়া

প্রশ্ন – ৩

সম্প্রতি, কোন শহরে ভারতের প্রথম Brian Helath Clinic শুরু করা হয়েছে?
[A] বেঙ্গালুরু
[B] চেন্নাই
[C] গুয়াহাটি 
[D] পাটনা

প্রশ্ন – ৪

সম্প্রতি, কোন রাজ্য সরকার “Family Doctor Pilot Project” লঞ্চের ঘোষণা করেছে?
[A] অন্ধ্রপ্রদেশ
[B] তেলঙ্গানা
[C] কেরালা 
[D] রাজস্থান

প্রশ্ন – ৫

কোন দেশ Asia Cup 2022 -এর আয়োজন করবে?
[A] কাতার
[B] সংযুক্ত আরব আমিরাত
[C] দক্ষিণ আফ্রিকা
[D] ইংল্যান্ড

প্রশ্ন – ৬

World Hepatitis Day – কবে পালিত হয়?
[A] 26 জুলাই
[B] 27 জুলাই
[C] 28 জুলাই
[D] 29 জুলাই

প্রশ্ন – ৭

আলবেনিয়ার নতুন রাষ্ট্রপতি কে শপথ গ্রহণ করেন?
[A] Bamir Topi
[B] Ilir Meta
[C] Bujar Nishani
[D] Bajram Begaj

প্রশ্ন – ৮

সম্প্রতি, কোন দেশে “44th Chess Olympiad” শুরু হয়েছে?
[A] বাংলাদেশ 
[B] ভারত
[C] উজবেকিস্তান
[D] চীন
 

পশ্চিমবঙ্গ তথা গোটা ভারতবর্ষের যে কোনো চাকরির বিজ্ঞপ্তি পাবেন আমাদের এই https://examkolkata.com  ওয়েবসাইটে। এবং অবশ্যই মনে রাখবেন আমরা সরাসরি চাকরির ব্যবস্থা করে দিয়ে থাকি না।  আমরা শুধুমাত্র চাকরির বিজ্ঞপ্তিটি আমাদের দর্শক বন্ধুদের কাছে পৌঁছে দিয়ে থাকি। এছাড়াও প্রত্যেকদিনের কারেন্ট এফেয়ার্স এর জন্য প্রতিদিন নজর রাখুন আমাদের এই ওয়েবসাইটে। এবং আমাদের দর্শক বন্ধুদের কাছে একটাই আবেদন যথাসম্ভব বেশি বেশি শেয়ার এর মাধ্যমে বেশি সংখ্যক দর্শক বন্ধুদের কাছে এই বিজ্ঞপ্তি এবং প্রত্যেকদিনের কারেন্ট এফেয়ার্স পোঁছে দেওয়া। এই  https://examkolkata.com ওয়েবসাইটের পক্ষ থেকে আপনাদের সকলকে রইলো  ভবিষ্যতের জন্য শুভকামনা এবং অভিনন্দন।