২৯ই ডিসেম্বর, ২০২২ তারিখের বাংলায় কারেন্ট এফেয়ার্স

আজকে হাজির হয়েছি ২৯ই ডিসেম্বর, ২০২২ তারিখের বাংলায় কারেন্ট এফেয়ার্স নিয়ে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক।

প্রশ্ন – ১

প্রতি বছর ইউনিসেফ দিবস কবে পালিত হয়?
[A] 10 ডিসেম্বর
[B] 11 ডিসেম্বর
[C] 14 ডিসেম্বর
[D] 15 ডিসেম্বর

প্রশ্ন – ২

জলবায়ু পরিবর্তন মিশন চালু করার প্রথম রাজ্য কোনটি?
[A] কেরালা
[B] তামিলনাড়ু
[C] তেলেঙ্গানা
[D] ওড়িশা

প্রশ্ন – ৩

'আন্তর্জাতিক পর্বত দিবস 2022' এর থিম কি?
[A] জলবায়ু পরিবর্তন এবং পর্বতমালা
[B] নারীরা পাহাড়ে চলাচল করে
[C] পাহাড় রক্ষা করুন
[D] পর্বত হল মনুমেন্ট

প্রশ্ন – 4

কোন শহর ‘ন্যাশনাল কনক্লেভ অফ ইউনিভার্সাল হেলথ কভারেজ’ আয়োজন করেছে?
[A] পুনে
[B] বারাণসী
[C] গান্ধী নগর
[D] মাইসুরু

প্রশ্ন – ৫

কোন শহর প্রথম G20 ফাইন্যান্স এবং সেন্ট্রাল ব্যাংক ডেপুটিজ (FCBD) সভার আয়োজক?
[A] মুম্বাই
[B] বেঙ্গালুরু
[C] চেন্নাই
[D] কলকাতা

প্রশ্ন – ৬

ভারতে নভেম্বরের জন্য কনজিউমার প্রাইস ইনডেক্স (CPI)-ভিত্তিক খুচরা মুদ্রাস্ফীতি কত?
[A] 5.22%
[B] 5.88%
[C] 6.22%
[D] 8.88%

প্রশ্ন – ৭

2022 সালের হুরুন গ্লোবাল তালিকায় ভারতের অবস্থান কী?
[A] 3
[B] 5
[C] 7
[D] 10

প্রশ্ন – ৮

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কোন রাজ্যে অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ আয়ুর্বেদ উদ্বোধন করেন?
[A] হরিয়ানা
[B] হিমাচল প্রদেশ
[C] গোয়া
[D] তেলেঙ্গানা

পশ্চিমবঙ্গ তথা গোটা ভারতবর্ষের যে কোনো চাকরির বিজ্ঞপ্তি পাবেন আমাদের এই https://examkolkata.com  ওয়েবসাইটে। এবং অবশ্যই মনে রাখবেন আমরা সরাসরি চাকরির ব্যবস্থা করে দিয়ে থাকি না।  আমরা শুধুমাত্র চাকরির বিজ্ঞপ্তিটি আমাদের দর্শক বন্ধুদের কাছে পৌঁছে দিয়ে থাকি। এছাড়াও প্রত্যেকদিনের কারেন্ট এফেয়ার্স এর জন্য প্রতিদিন নজর রাখুন আমাদের এই ওয়েবসাইটে। এবং আমাদের দর্শক বন্ধুদের কাছে একটাই আবেদন যথাসম্ভব বেশি বেশি শেয়ার এর মাধ্যমে বেশি সংখ্যক দর্শক বন্ধুদের কাছে এই বিজ্ঞপ্তি এবং প্রত্যেকদিনের কারেন্ট এফেয়ার্স পোঁছে দেওয়া। এই  https://examkolkata.com ওয়েবসাইটের পক্ষ থেকে আপনাদের সকলকে রইলো  ভবিষ্যতের জন্য শুভকামনা এবং অভিনন্দন।