২০ই জানুয়ারি, ২০২৩ তারিখের বাংলায় কারেন্ট এফেয়ার্স

আজকে হাজির হয়েছি ২০ই জানুয়ারি, ২০২৩ তারিখের বাংলায় কারেন্ট এফেয়ার্স নিয়ে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক।

প্রশ্ন – ১

সম্প্রতি, কোন রাজ্য “Chherchera” নামক পরম্পরাগত উৎসব পালন করেছে?
[A] আসাম 
[B] মধ্যপ্রদেশ
[C] উত্তরপ্রদেশ
[D] ছত্তিসগড়

প্রশ্ন – ২

সম্প্রতি, Paytm Payments Bank -এর MD & CEO পদে কে নিযুক্ত হয়েছেন?
[A] প্রেম প্রকাশ সিং
[B] গোবিন্দ আহুজা
[C] মোহিত কুমার
[D] সুরিন্দর চাওলা

প্রশ্ন – ৩

Henley Passport Index 2023 -এ ভারতের অবস্থান কততম?
[A] ৮০তম
[B] ৮১তম
[C] ৮৪তম
[D] ৮৫তম
প্রশ্ন - ৪ 
নিম্নলিখিত কার জন্মবার্ষিকী উপলক্ষে “National Youth Day” পালিত হয়?
[A] স্বামী বিবেকানন্দ
[B] ভগৎ সিং
[C] রবীন্দ্রনাথ ঠাকুর
[D] জওহরলাল নেহেরু

প্রশ্ন – ৫

সম্প্রতি, কে BCCI নির্বাচন কমিটির চেয়ারম্যান পদে নিযুক্ত হয়েছেন?
[A] সৌরভ গাঙ্গুলি
[B] MS ধোনি
[C] সচিন টেন্ডুলকার
[D] চেতন শর্মা

প্রশ্ন – ৬

সম্প্রতি, কবে “World Hindi Day” পালিত হয়েছে?
[A] ৮ জানুয়ারী
[B] ৯ জানুয়ারী
[C] ১০ জানুয়ারী
[D] ১১ জানুয়ারী

প্রশ্ন – ৭

সম্প্রতি, কোন ভারতীয় মহিলা টেনিস খেলোয়াড় অবসর ঘোষণা করেছেন?
[A] সানিয়া নেহওয়াল
[B] পি.ভি সিন্ধু
[C] সানিয়া মির্জা
[D] সিন্ধুলতা সিং

প্রশ্ন – ৮

কোন সংস্থা “Food Price Index (FFPI)” প্রকাশ করে?
[A] IMF
[B] UNICEF
[C] World Bank
[D] FAO