কেন্দ্রীয় সরকারের দপ্তরে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট/ জুনিয়র স্টোর কিপার পদে কর্মী নিয়োগ

সম্প্রতি কেন্দ্রীয় সরকারের দপ্তরে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট/ জুনিয়র স্টোর কিপার পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। যেকোন ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যেকোন জেলার প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। কোন শিক্ষাগত যোগ্যতা এবং কোন বয়সের প্রার্থীরা আবেদন করতে পারবেন, তার পুরোটাই নিচের এই বিজ্ঞপ্তিতে জানিয়ে দেওয়া হয়েছে। চলুন এই ব্যাপারে বিস্তারিত জেনে নেওয়া যাক।

 

পদের নাম- জুনিয়র অ্যাসিস্ট্যান্ট/ জুনিয়র স্টোর কিপার

মোট শূন্যপদ- ৭০ টি। (এসসি -২৩, ওবিসি -১২, ইডব্লিউএস -২২, ইউআর -১৩)

শিক্ষাগত যোগ্যতা- জুনিয়র অ্যাসিস্ট্যান্ট/ জুনিয়র স্টোর কিপার পদের জন্য প্রার্থীকে যেকোনো শিক্ষা প্রতিষ্ঠান থেকে বিজ্ঞান/ কমার্সে বিষয়ে ৬০ শতাংশ নম্বর সহ গ্র্যাজুয়েশন পাশ অথবা ৬০ শতাংশ নম্বর নিয়ে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং/ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং/ ইলেকট্রনিক্স/ কম্পিউটার সাইন্সে ডিপ্লোমা করা থাকলে আবেদন করতে পারবেন।

বয়স- জুনিয়র অ্যাসিস্ট্যান্ট/ জুনিয়র স্টোর কিপার পদের জন্য প্রার্থীর বয়স ১৮ বছর থেকে ২৭ বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা বয়সের ছাড় পাবেন।

বেতন- জুনিয়র অ্যাসিস্ট্যান্ট/ জুনিয়র স্টোর কিপার পদের জন্য মাসিক বেতন পে লেভেল ৪ অনুযায়ী ২৫,৫০০/- টাকা থেকে ৮১,১০০/- টাকা।

আবেদন পদ্ধতি- জুনিয়র অ্যাসিস্ট্যান্ট/ জুনিয়র স্টোর কিপার পদের জন্য ইচ্ছুক প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। সরাসরি অফিসিয়াল ওয়েবসাইট গিয়ে আবেদন করতে হবে। কিভাবে আবেদন করবেন তা সেট বই সেট দেওয়া হলো।
১) www.dpsdae.formflix.in -এ ওয়েবসাইটে যেতে হবে।
২) New Registration Option- এ ঠিক করতে হবে।
৩) এরপরে সমস্ত তথ্য ও প্রয়োজনীয় ডকুমেন্টস দিয়ে সাবমিট বাটনের উপর ক্লিক করতে হবে।
৪) সাবমিট হয়ে গেলে, লগইন আইডি ক্রিয়েট হয়ে যাবে।
৫) লগইন আইডি দিয়ে Already Registered Option ক্লিক করে লগইন করতে হবে।
৬) সমস্ত ডিটেলস ফিল করে সেভ ড্রাফট Option ক্লিক করতে হবে।
৭) Pay Application Fees Option-এ ক্লিক করে পেমেন্ট করতে হবে।

আবেদন ফি- জুনিয়র অ্যাসিস্ট্যান্ট/ জুনিয়র স্টোর কিপার পদের জন্য আবেদন ফি বাবদ জেনারেল প্রার্থীদের ক্ষেত্রে ২০০/- টাকা ও SC/ ST/ Women/ Ex-servicemen/ PWD প্রার্থীদের ক্ষেত্রে কোনরূপ আবেদন ফি জমা করতে হবে না।

নিয়োগ পদ্ধতি- প্রার্থীদের লিখিত পরীক্ষার মাধ্যমে নিয়োগ করা হবে।