কেন্দ্রীয় সরকারের জল শক্তি মন্ত্রণালয়ে কর্মী নিয়োগ

সম্প্রতি কেন্দ্রীয় সরকারের জল শক্তি মন্ত্রণালয়ে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। কোন শিক্ষাগত যোগ্যতা এবং কোন বয়সের প্রার্থীরা আবেদন করতে পারবেন, তার পুরোটাই নিচের এই বিজ্ঞপ্তিতে জানিয়ে দেওয়া হয়েছে। চলুন এই ব্যাপারে বিস্তারিত জেনে নেওয়া যাক।

 

পদের নাম- Director & Head Of Institute

শিক্ষাগত যোগ্যতা- Director & Head Of Institute পদের জন্য প্ৰফার্থীকে যেকোনো শিক্ষাপ্রতিষ্ঠান থেকে B.Tech (Civil/ Chemical) সহ পরিবেশগত বিষয়ে M.Tech Engineering করা থাকতে হবে। এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে কাজের অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারবেন।

বেতন- Director & Head Of Institute পদের জন্য বেতন পে লেভেল অনুযায়ী ১,৪৪,২০০/- টাকা থেকে ২,১৮,২০০/- টাকা।

বয়স- Director & Head Of Institute পদের জন্য প্রার্থীর বয়স সর্বোচ্চ ৫৮ বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা বয়সের ছাড় পাবেন।

আবেদন পদ্ধতি- Director & Head Of Institute পদের জন্য ইচ্ছুক প্রার্থীদের অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। প্রার্থীকে বায়োডাটা, শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট সহ সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস সংযুক্ত করে একটি মুখ বন্ধ খামে ভরে নির্দিষ্ট ঠিকানায় আবেদনপত্র জমা করতে হবে। এবং মুখ বন্ধ খামে উপর বড় হাতে লিখতে হবে Application For The Post Of ____________(পদের নাম)।

আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানা- Under Secretary, Department of Drinking Water & Sanitation, 4th Floor, Antodaya Bhawan, CGO Complex, Lodhi Road, New Delhi – 110003

আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ- ২০ মার্চ, ২০২৩