কারেন্সি নোট প্রেসে সুপারভাইজার ও জুনিয়ার টেকনিশিয়ান পদে কর্মী নিয়োগ

সম্প্রতি কারেন্সি নোট প্রেসের তরফে সুপারভাইজার ও জুনিয়ার টেকনিশিয়ান পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। কোন শিক্ষাগত যোগ্যতা এবং কোন বয়সের প্রার্থীরা আবেদন করতে পারবেন, তার পুরোটাই নিচের এই বিজ্ঞপ্তিতে জানিয়ে দেওয়া হয়েছে। চলুন এই ব্যাপারে বিস্তারিত জেনে নেওয়া যাক।

 

পদের নাম- সুপার ভাইজার
যে সমস্ত পদে নিয়োগ করা হবে সেগুলো হলো- টেকনিক্যাল অপারেশন প্রিন্টিং, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, মেকানিক্যাল, এয়ারকন্ডিশনিং, এনভারমেন্ট ও ইনফরমেশন টেকনোলজি।
শিক্ষাগত যোগ্যতা- সুপার ভাইজার পদের জন্য প্রার্থীকে যেকোনো শিক্ষাপ্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট ক্ষেত্রে B.E./ B. Tech/ B.Sc কোর্স করা থাকলে আবেদন করতে পারবেন।
বেতন- সুপার ভাইজার পদের জন্য বেতন ২৭,৬০০/- টাকা থেকে ৯৫,৯১০/- টাকা।
বয়স- সুপার ভাইজার পদের জন্য প্রার্থীর বয়স ১৮ বছর থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা বয়সের ছাড় পাবেন।

পদের নাম- জুনিয়র টেকনিশিয়ান। (Printing/Control)
মোট শূন্যপদ- ১০৩ টি। (UR-43, OBC-28, EWS-10, SC-15, ST-7)
শিক্ষাগত যোগ্যতা- জুনিয়র টেকনিশিয়ান পদের জন্য প্রার্থীকে প্রিন্টিং টেকনোলজিতে ডিপ্লোমা অথবা লিথো অফসেট মেশিন মাইন্ডার/ লিটার প্রেস মেশিন মাইন্ডার/ অফসেট প্রিন্টিং/ প্লেট মেকিং প্রিন্টিং ট্রেডে ITI পাশ করে থাকতে হবে।
বেতন- জুনিয়র টেকনিশিয়ান পদের জন্য বেতন ১৮,৭৮০/- টাকা থেকে ৬৭,৩৯০/- টাকা।
বয়স- জুনিয়র টেকনিশিয়ান পদের জন্য প্রার্থীর বয়স ১৮ বছর থেকে ২৫ বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা বয়সের ছাড় পাবেন।

আবেদন পদ্ধতি- উপরিউক্ত পদগুলিতে আবেদনে ইচ্ছুক আবেদনকারীকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। সরাসরি অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার ক্ষেত্রে প্রার্থীর বৈধ ইমেইল আইডি, মোবাইল নাম্বার, আবেদন ফি রশিদ, Photography, Signature, Left Thumb, Hand-written Declaration সহ বিভিন্ন তথ্য স্ক্যান করে আপলোড করতে হবে।

আবেদন ফি- উপরিউক্ত পদগুলিতে আবেদনে ইচ্ছুক আবেদনকারীদের আবেদন ফি বাবদ UR/ OBC/ EWS প্রার্থীদের ক্ষেত্রে ৬০০ টাকা। এবং ST/ SC/ PWBD প্রার্থীদের ক্ষেত্রে ২০০ টাকা ধার্য করা হয়েছে। আবেদন ফি জমা করা যাবে Net Banking, Credit Card, Debit Card -এর মাধ্যমে।

আবেদনের শেষ তারিখ-
 ১৬ ডিসেম্বর, ২০২২

নিয়োগ পদ্ধতি
– প্রার্থীদের অনলাইন টেস্টের মাধ্যমে নিয়োগ করা হবে।