স্বাস্থ্য দপ্তরে মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পাশে বিভিন্ন পদে কর্মী নিয়োগ

সম্প্রতি রাজ্যে সরকারের ডিস্ট্রিক্ট হেলথ এন্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতির মাধ্যমে স্বাস্থ্য দপ্তরে মাধ্যমিক উচ্চমাধ্যমিক পাশে বিভিন্ন পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। কোন শিক্ষাগত যোগ্যতা এবং কোন বয়সের প্রার্থীরা আবেদন করতে পারবেন, তার পুরোটাই নিচের এই বিজ্ঞপ্তিতে জানিয়ে দেওয়া হয়েছে। চলুন এই ব্যাপারে বিস্তারিত জেনে নেওয়া যাক।

 

পদের নাম- হসপিটাল অ্যাটেনডেন্ট (NPHCE) এবং সেনেটারী অ্যাটেনডান্ট। (NPHCE)
মোট শূন্যপদ- হসপিটাল অ্যাটেনডেন্ট (NPHCE) ২ টি (UR-1, SC-1) এবং সেনেটারী অ্যাটেনডান্ট (NPHCE) ২ টি (UR-1, SC-1)
শিক্ষাগত যোগ্যতা- উপরিউক্ত উভয় পদের ক্ষেত্রে প্রার্থীকে মাধ্যমিক পাশ সহ সংশ্লিষ্ট ক্ষেত্রে দু বছরের কাজের অভিজ্ঞতা থাকতে আবেদন করতে পারবেন।
বয়স- উপরিউক্ত উভয় পদের ক্ষেত্রে প্রার্থীর বয়স ১৮ বছর থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে। বয়স হিসাব করতে হবে ১ জানুয়ারী ২০২২ তারিখ অনুযায়ী।
বেতন- উপরিউক্ত উভয় পদের ক্ষেত্রে প্রতিমাসে বেতন ১০,০০০/- টাকা।

পদের নাম- ল্যাবরেটরি টেকনিশিয়ান। (Child Health), (XV FC)
মোট শূন্যপদ- ২ টি। (UR-2, SC-1, ST-1)
শিক্ষাগত যোগ্যতা- ল্যাবরেটরি টেকনিশিয়ান পদের জন্য প্রাথীকে যেকোনো শিক্ষা প্রতিষ্ঠান থেকে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স ও বায়োলজিক্যাল সাইন্সে উচ্চমাধ্যমিক পাশ সহ ল্যাবরেটরি টেকনোলজিতে ডিপ্লোমা করা থাকলে আবেদন করতে পারবেন।
বেতন- ল্যাবরেটরি টেকনিশিয়ান পদের জন্য প্রতিমাসে বেতন ২২ হাজার টাকা।
বয়স- ল্যাবরেটরি টেকনিশিয়ান পদের জন্য প্রার্থীর বয়স ১৯ বছর থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে। বয়স হিসাব করতে হবে ১ জানুয়ারী ২০২২ তারিখ অনুযায়ী।

আবেদন পদ্ধতি- উপরিউক্ত পদগুলিতে আবেদনে ইচ্ছুক প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। www.wbhealth.gov.in লিংকে ক্লিক করে অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার সময় প্রার্থীর বৈধ ইমেইল আইডি ও মোবাইল নাম্বার থাকতে হবে।

আবেদন ফি-
 উপরিউক্ত পদগুলিতে আবেদনের জন্য আবেদন ফি বাবদ জেনারেল প্রার্থীদের ক্ষেত্রে ১০০/- টাকা ও সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের ক্ষেত্রে ৫০/- টাকা ধার্য করা হয়েছে। আবেদন ফি জমা করা যাবে Net Banking, Credit Card, Debit Card – এর মাধ্যমে।

আবেদনের শেষ তারিখ-
 ৮ ডিসেম্বর, ২০২২

নিয়োগ পদ্ধতি- প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতার নাম্বারের শতাংশ ও ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে।