ইন্ডিয়া পোস্ট অফিসে কর্মী নিয়োগ, আবেদনের শেষ তারিখ- ১৯ অক্টোবর, ২০২২

সম্প্রতি ভারতীয় ডাক বিভাগের তরফে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। যেকোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যেকোনো জেলা থেকে প্রার্থীরা আবেদন করতে পারবেন। কোন শিক্ষাগত যোগ্যতা এবং কোন বয়সের প্রার্থীরা আবেদন করতে পারবেন, তার পুরোটাই নিচের এই বিজ্ঞপ্তিতে জানিয়ে দেওয়া হয়েছে। চলুন এই ব্যাপারে বিস্তারিত জেনে নেওয়া যাক।

 

পদের নাম- স্কীলড আর্টিসান

মোট শূন্যপদ- ৫ টি। (UR-3, OBC-1, SC-1)

যেসমস্ত ট্রেডে নিয়োগ করা হবে সেগুলো হলো- M.V. Mechanic, M.V. Electrician, Painter, Tyre-man

বেতন- স্কীলড আর্টিসান পদের জন্য বেতন ১৯,৯০০/- টাকা থেকে ৬৩,২০০/- টাকা।

বয়স- স্কীলড আর্টিসান পদের জন্য প্রার্থীর বয়স ১৮ বছর থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা বয়সের ছাড় পাবেন।

শিক্ষাগত যোগ্যতা- স্কীলড আর্টিসান পদের জন্য প্রার্থীকে অষ্টম শ্রেণী পাশ সহ যেকোনো সরকারি স্বীকৃত টেকনিক্যাল ইন্সটিটিউট থেকে সংশ্লিষ্ট ট্রেডে ITI কোর্স করা থাকতে হবে। এছাড়াও M.V. Electrician পদের ভ্যালিড ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে।

আবেদন পদ্ধতি- স্কীলড আর্টিসান পদে আবেদনের জন্য ইচ্ছুক প্রার্থীরা অফলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদনপত্র প্রিন্ট আউট করে সঠিকভাবে পূরণ করে প্রয়োজনীয় ডকুমেন্টস সংযুক্ত করে একটি মুখ বন্ধ খামে ভরে নির্দিষ্ট ঠিকানায় রেজিস্টার্ড বা স্পিড পোস্টের মাধ্যমে পাঠাতে হবে। এবং মুখ বন্ধ খামে উপর লিখতে হবে Application For The Post Of skilled Artisans in trade_____(যে ট্রেডে আবেদন করছেন ওই ট্রেডের নাম)।

আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানা- The Senior Manager (JAG), Mail Motor Service, No.37, Greams Road, Channai-600006.

আবেদনের শেষ তারিখ- ১৯ অক্টোবর, ২০২২

আবেদনপত্র সাথে যে তথ্য সংযুক্ত করতে হবে সেগুলি হল-
১) বয়সের প্রমাণপত্র।
২) শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট।
৩) ড্রাইভিং লাইসেন্স ( M.V. Electrician পদে আবেদনের জন্য)
৪) ট্রেড সার্টিফিকেট।
৫) কেন্দ্রীয় সরকারের কমিউনিটি সার্টিফিকেট।