ইন্দো টিবেতান বর্ডার (ITBP) পুলিশে সাব- ইন্সপেক্টর পদে নিয়োগ

সম্প্রতি ভারতীয় প্যারামিলিটারি ফোর্স ইন্দো টিবেতান বর্ডার (ITBP) পুলিশ ফোর্সে সাব- ইন্সপেক্টর পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। কবে এবং কীভাবে এই পদগুলিতে আবেদন করা যাবে, তা নিচের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। কোন শিক্ষাগত যোগ্যতা এবং কোন বয়সের প্রার্থীরা আবেদন করতে পারবেন, তাও নিচের এই বিজ্ঞপ্তিতে জানিয়ে দেওয়া হয়েছে। চলুন এই ব্যাপারে বিস্তারিত জেনে নেওয়া যাক।

 

পদের নাম- এসিস্ট্যান্ট সাব-ইন্সপেক্টর (স্টেনোগ্রাফার)
মোট শূন্যপদ- ১৯ টি। (UR- ৭ টি, SC- ২ টি, OBC- ৮ টি, EWS- ২ টি)
বয়স- এসিস্ট্যান্ট সাব-ইন্সপেক্টর (স্টেনোগ্রাফার) পদের জন্য ০১/০১/২০২২ তারিখে প্রার্থীর বয়স ১৮ থেকে ২৫ বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত প্রার্থীরা বয়সের ছাড় পাবেন।

পদের নাম- এসিস্ট্যান্ট সাব-ইন্সপেক্টর (LDCE)
মোট শূন্যপদ- ১৭ টি। (UR- ১৪ টি, SC- ২ টি, ST- ১ টি)
বয়স- এসিস্ট্যান্ট সাব-ইন্সপেক্টর (LDCE) পদের জন্য ০১/০১/২০২২ তারিখে প্রার্থীর বয়স ৩৫ বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী সমর্থিত প্রার্থীরা বয়সের ছাড় পাবেন।

শিক্ষাগত যোগ্যতা- উপরিউক্ত পদগুলির ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা হিসেবে প্রার্থীদের যেকোনো শাখায় উচ্চ মাধ্যমিক পাশ থাকতে হবে। সঙ্গে প্রার্থীর স্টেনোগ্রাফি স্পিড প্রতি মিনিটে ৮০ টি শব্দ হতে হবে।

বেতন- উপরিউক্ত পদগুলির ক্ষেত্রে পে লেভেল ৫ অনুযায়ী বেতন ২৯,২০০ থেকে ৯২,৩০০ টাকা।

আবেদন পদ্ধতি- উপরিউক্ত পদগুলির ক্ষেত্রে আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। www.recruitment.itbpolice.nic.in এই ওয়েবসাইটে গিয়ে প্রার্থীরা আবেদন করতে পারেন। আবেদন করার জন্য আবেদনকারীর অবশ্যই বৈধ ইমেল আইডি এবং ফোন নম্বর থাকতে হবে। প্রয়োজনীয় কিছু নথি যেমন প্রার্থীর স্বাক্ষর এবং সম্প্রতি তোলা কালার ফটো স্ক্যান করে আপলোড করতে হবে।

আবেদন ফি- উপরিউক্ত পদগুলির ক্ষেত্রে আবেদন ফি বাবদ ১০০ টাকা জমা দিতে হবে। SC/ ST/ ex-servicemen এবং মহিলা প্রার্থীদের ক্ষেত্রে কোনো প্রকার আবেদন ফি লাগবে না।

নিয়োগ পদ্ধতি- ফিজিক্যাল এফিশিয়েন্সি টেস্ট (PET), ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট (PST), লিখিত পরীক্ষা, স্কিল টেস্ট, DME/ RME টেস্ট এর উপর নির্ভর করে প্রার্থী নির্বাচন করা হবে।

আবেদনের শেষ তারিখ- উপরিউক্ত পদগুলিতে আবেদন করা যাবে ৮ জুন থেকে ৭ ই জুলাই, ২০২২ তারিখ পর্যন্ত।