মিনিস্ট্রি অফ ফাইন্যান্স দপ্তরে কর্মী নিয়োগ। ১৭ সেপ্টেম্বর পর্যন্ত চলবে আবেদন

সম্প্রতি কেন্দ্র সরকারের মিনিস্ট্রি অফ ফাইন্যান্স দপ্তরের অধীনস্থ কম্পট্রোলার এন্ড অডিটর জেনারেল দপ্তরে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। কোন শিক্ষাগত যোগ্যতা এবং কোন বয়সের প্রার্থীরা আবেদন করতে পারবেন, তার পুরোটাই নিচের এই বিজ্ঞপ্তিতে জানিয়ে দেওয়া হয়েছে। চলুন এই ব্যাপারে বিস্তারিত জেনে নেওয়া যাক।

এই ধরনের চাকরির জন্য অপেক্ষা করা সমস্ত আগ্রহী প্রার্থীদের জন্য একটি দুর্দান্ত খবর রয়েছে, তারা যত তাড়াতাড়ি সম্ভব পদটির জন্য আবেদন করতে পারেন। যোগ্য প্রার্থীরা একটি অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে পোস্টগুলির জন্য আবেদন করতে পারেন এবং শেষ তারিখে বা তার আগে সমস্ত প্রাসঙ্গিক নথি সহ তাদের আবেদন জমা দিতে পারেন।

 

পদের নাম- প্রশাসনিক সহকারী (গ্রূপ-সি)

মোট শূন্যপদ- ১৭৭৩ টি।

শিক্ষাগত যোগ্যতা- প্রশাসনিক সহকারী পদের জন্য ভারতের যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় অথবা শিক্ষা প্রতিষ্ঠান থেকে স্নাতক পাশ সহ কম্পিউটারে কাজের অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারবেন।

মাসিক বেতন- প্রশাসনিক সহকারী পদের জন্য কেন্দ্রীয় সরকারের বেতন কমিশনের পে লেভেল ৭ অনুযায়ী বেতন প্রদান করা হবে।

বয়সসীমা- প্রশাসনিক সহকারী পদের জন্য আবেদনকারীদের বয়স ১৮ বছর থেকে ২৫ বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা বয়সের ছাড় পাবেন।

আবেদন পদ্ধতি- প্রশাসনিক সহকারী পদের জন্য আগ্রহী চাকরিপ্রার্থীদের অফলাইনের মাধ্যমে আবেদন জানাতে হবে। একটি মুখবন্ধ খামে নিজের সাম্প্রতিক বায়োডাটা, শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র, বয়সের প্রমাণপত্র, সচিত্র নাগরিক পরিচয় পত্র ইত্যাদি গুরুত্বপূর্ণ নথিপত্রগুলি একত্রিত করে সংশ্লিষ্ট দপ্তরের নির্দিষ্ট ড্রপবক্সে জমা করতে হবে।

আবেদনপত্র জমা করার ঠিকানা- Shri Nilesh Patil, Asstt. C &AG (N)-I, C/o the C&AG of India, 9, Deen Dayal Upadhyay Marg, New Delhi- 110124

আবেদনের শেষ তারিখ- ১৭ সেপ্টেম্বর, ২০২৩