উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ে নন টিচিং স্টাফ পদে নিয়োগ

সম্প্রতি রাজ্যের উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ে নন টিচিং স্টাফ পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। কোন শিক্ষাগত যোগ্যতা এবং কোন বয়সের প্রার্থীরা আবেদন করতে পারবেন, তার পুরোটাই নিচের এই বিজ্ঞপ্তিতে জানিয়ে দেওয়া হয়েছে। চলুন এই ব্যাপারে বিস্তারিত জেনে নেওয়া যাক।

 

Employment No.- UBKV/Rect./10/2022

পদের নাম- একাউন্ট্যান্ট
মোট শূন্যপদ- ২ টি। (UR-1, SC-1)
শিক্ষাগত যোগ্যতা– একাউন্ট্যান্ট  পদের জন্য প্রার্থীকে যেকোনো শিক্ষাপ্রতিষ্ঠান থেকে Commerce/ Economics/ Mathematics বিষয়ে ব্যাচেলার ডিগ্রী করা থাকতে হবে। সঙ্গে সংশ্লিষ্ট ক্ষেত্রে পাঁচ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন- একাউন্ট্যান্ট  পদের জন্য পে লেভেল ৯ অনুযায়ী প্রতিমাসে বেতন ৩৭,১০০/- টাকা।

পদের নাম- জুনিয়র লাইব্রেরি এসিস্টেন্ট
মোট শূন্যপদ- ২ টি। (UR-1, SC-1)
শিক্ষাগত যোগ্যতা- জুনিয়র লাইব্রেরি এসিস্টেন্ট পদের জন্য প্রার্থীকে যেকোনো শিক্ষাপ্রতিষ্ঠান লাইব্রেরী সাইন্সে ডিগ্ৰী/ ডিপ্লোমা করা থাকতে হবে। সঙ্গে কম্পিউটার কাজের অভিজ্ঞতা ও সংশ্লিষ্ট ক্ষেত্রে এক বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন- জুনিয়র লাইব্রেরি এসিস্টেন্ট পদের জন্য পে লেভেল ৮ অনুযায়ী প্রতিমাসে বেতন ৩৫,৮০০/- টাকা।

পদের নাম- সাব এসিস্টেন্ট ইঞ্জিনিয়ার (ইলেক্ট্রিকাল)
মোট শূন্যপদ- ১ টি।
শিক্ষাগত যোগ্যতা- সাব এসিস্টেন্ট ইঞ্জিনিয়ার (ইলেক্ট্রিকাল) পদের জন্য প্রার্থীকে যেকোনো AICTE শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ব্যাচেলার ডিগ্রী করা থাকলে আবেদন করতে পারবেন।
বেতন- সাব এসিস্টেন্ট ইঞ্জিনিয়ার (ইলেক্ট্রিকাল) পদের জন্য পে লেভেল অনুযায়ী প্রতিমাসে বেতন ৩৫,৮০০/- টাকা।

বয়স- উপরিউক্ত পদগুলির জন্য প্রার্থীর বয়স সর্বোচ্চ ৪০ বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা বয়সের ছাড় পাবেন। বয়স হিসাব করতে হবে ০১/০১/২০২২ তারিখ অনুযায়ী।

আবেদন পদ্ধতি- উপরিউক্ত পদগুলিতে আবেদনে ইচ্ছুক প্রার্থীদের অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। অফিসিয়াল লিংকে ক্লিক করে আবেদনপত্র ডাউনলোড করতে হবে। পরে আবেদনপত্র পূরণ করে বায়োডাটা, শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট সহ সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস সংযুক্ত করে একটি মুখ বন্ধ খামে ভরে নির্দিষ্ট ঠিকানায় আবেদনপত্র জমা করতে হবে।

আবেদন ফি- উপরিউক্ত পদগুলিতে আবেদনের জন্য আবেদন ফি বাবদ Unreserved প্রার্থীদের ক্ষেত্রে ৫০০/- টাকা। এবং SC/ST প্রার্থীদের ক্ষেত্রে ২৫০/- টাকা ধার্য করা হয়েছে। আবেদন ফি জমা করা যাবে RTGS/ NEFT Bank Challan -এর মাধ্যমে।

আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানা- Uttar Banga Krishi Vishwavidyalaya, P.o- Pundibari, Dist- Coochbehar, Pin- 736165

আবেদনের শেষ তারিখ- ১৩ জানুয়ারি, ২০২৩