ন্যাশানাল ডিফেন্স একাডেমিতে ৩৯৫ শূন্যপদে নিয়োগ

সম্প্রতি ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন (UPSC) ন্যাশানাল ডিফেন্স একাডেমি (NDA) ‘র মাধ্যমে ভারতীয় সেনার বিভিন্ন বিভাগে স্টাফ নিয়োগ করতে চলেছে। এই সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। কোন শিক্ষাগত যোগ্যতা এবং কোন বয়সের প্রার্থীরা আবেদন করতে পারবেন, তার পুরোটাই নিচের এই বিজ্ঞপ্তিতে জানিয়ে দেওয়া হয়েছে। চলুন এই ব্যাপারে বিস্তারিত জেনে নেওয়া যাক।

এই ধরনের চাকরির জন্য অপেক্ষা করা সমস্ত আগ্রহী প্রার্থীদের জন্য একটি দুর্দান্ত খবর রয়েছে, তারা যত তাড়াতাড়ি সম্ভব পদটির জন্য আবেদন করতে পারেন। যোগ্য প্রার্থীরা একটি অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে পোস্টগুলির জন্য আবেদন করতে পারেন এবং শেষ তারিখে বা তার আগে সমস্ত প্রাসঙ্গিক নথি সহ তাদের আবেদন জমা দিতে পারেন।

পদের নাম – আর্মি/ নেভি/ এয়ারফোর্স

মোট শূন্যপদ – ৩৯৫ টি।

শিক্ষাগত যোগ্যতা – উপরিউক্ত যে কোনো ক্যাডার এর জন্য প্রার্থীকে যেকোনো স্বীকৃত বোর্ড থেকে ১০+২ সিস্টেমে উচ্চমাধ্যমিক অথবা সমতুল্য পরীক্ষায় পাশ চাকরিপ্রার্থীরা এই পদের জন্য আবেদন করতে পারবেন। নৌ সেনা এবং বায়ু সেনার জন্য উচ্চমাধ্যমিকে গণিত এবং পদার্থ্যবিদ্যা আবশ্যিক বিষয় হিসেবে থাকতে হবে।

মাসিক বেতন – উপরিউক্ত যে কোনো ক্যাডার এর জন্য ভারতীয় সেনার বেতন কাঠামোর স্তর অনুযায়ী মাসিক বেতন প্রদান করা হবে। অন্যান্য আনুসাঙ্গিক সুযোগ সুবিধাও পাবেন নিয়োগ প্রাপ্ত প্রার্থীরা।

বয়সসীমা – উপরিউক্ত যে কোনো ক্যাডার এর জন্য আবেদনকারী প্রার্থীদের জন্ম তারিখ হতে হবে ০২.০১.২০০৫ থেকে ০১.০১.২০০৮ তারিখের মধ্যে।

আবেদন পদ্ধতি – উপরিউক্ত যে কোনো ক্যাডার এর জন্য ইচ্ছুক প্রার্থীদের সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে এই পদগুলিতে চাকরির জন্য আবেদন করতে হবে। অনলাইনে আবেদন করার জন্য প্রার্থীদের সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট upsconline.nic.in এ ভিজিট করতে হবে। তারপর নিজেদের রেজিস্ট্রেশান প্রক্রিয়া সম্পন্ন করে ওয়েবফর্মের মাধ্যমে আবেদনপত্রটি পূরণ করতে হবে চাকরিপ্রার্থীদের।

আবেদন ফি – General/ OBC/ EWS প্রার্থীদের ১০০/- টাকা এককালীন আবেদন ফি প্রদান করতে হবে। Female/ ST/ SC প্রার্থীদের কোনো আবেদন ফি লাহবে না।

নিয়োগ পদ্ধতি – লিখিত পরীক্ষা, শারীরিক পরীক্ষা এবং তথ্য যাচাই প্রক্রিয়ার মাধ্যমে যোগ্য প্রার্থীদের নিয়োগ করা হবে।