রাজ্যে বিদ্যুৎ দপ্তরে কর্মী নিয়োগ, আবেদনের শেষ তারিখ – ১৪ এপ্রিল, ২০২৩

সম্প্রতি রাজ্যে সেন্ট্রাল পাওয়ার রিসার্চ ইনস্টিটিউট (CPRI) -এ বিভিন্ন পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। কোন শিক্ষাগত যোগ্যতা এবং কোন বয়সের প্রার্থীরা আবেদন করতে পারবেন, তার পুরোটাই নিচের এই বিজ্ঞপ্তিতে জানিয়ে দেওয়া হয়েছে। চলুন এই ব্যাপারে বিস্তারিত জেনে নেওয়া যাক।

 

১. পদের নাম- Technician Grade 1
মোট শূন্যপদ- ২৪ টি।
শিক্ষাগত যোগ্যতা- Technician Grade 1 পদের জন্য প্রার্থীকে মাধ্যমিক পাশ সহ স্বীকৃত আইটিআই (ITI) থেকে ইলেকট্রিক্যাল ট্রেডে সার্টিফিকেট থাকা প্রার্থীরা আবেদন করতে পারবেন।
মাসিক বেতন- Technician Grade 1 পদের জন্য প্রতিমাসে বেতন ১৯,৯০০ টাকা।

২. পদের নাম– Scientific Assistant
শিক্ষাগত যোগ্যতা– Scientific Assistant পদের জন্য প্রার্থীকে রসায়ন বিষয়ে স্নাতক (B.Sc.) সহ সংশ্লিষ্ট কাজে নূন্যতম ৫ বছরের অভিজ্ঞতা থাকা প্রার্থীরা আবেদন করতে পারবেন।
মোট শূন্যপদ– ১৭ টি।
মাসিক বেতন– Scientific Assistant পদের জন্য প্রতিমাসে বেতন ৩৫, ৪০০ টাকা।

৩. পদের নাম- Engineering Officer Grade 1
মোট শূন্যপদ- ৪০ টি।
শিক্ষাগত যোগ্যতা- Engineering Officer Grade 1 পদের জন্য প্রার্থীকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অথবা সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগে ফার্স্ট ক্লাস ডিগ্রী থাকা প্রার্থীরা আবেদন করতে পারবেন।
মাসিক বেতন- Engineering Officer Grade 1 পদের জন্য প্রতিমাসে বেতন ৪৪, ৯০০ টাকা।

৪. পদের নাম– Assistant Grade 2
শিক্ষাগত যোগ্যতা– Assistant Grade 2 পদের জন্য প্রার্থীকে বিএ, বিএসসি, বিকম, বিবিএ অথবা বিসিএ সাবজেক্টে রিকগনাইজড ইউনিভার্সিটি থেকে গ্রেড বি সার্টিফিকেট সহ NIE প্রাপ্ত কম্পিউটার সার্টিফিকেট থাকা প্রার্থীরা আবেদন করতে পারবেন।
মোট শূন্যপদ– ১৮ টি।
মাসিক বেতন– Assistant Grade 2 পদের জন্য প্রতিমাসে বেতন ২৫, ৫০০ টাকা।

 

বয়সসীমা– উপরিউক্ত প্রতিটি পদের জন্য প্রার্থীদের বয়স হতে হবে ১৮ বছর থেকে ৩৫ বছরের মধ্যে।

আবেদন পদ্ধতি– উপরিউক্ত পদগুলিতে আবেদনে ইচ্ছুক প্রার্থীরা বাড়িতে বসেই অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। সেন্ট্রাল পাওয়ার রিসার্চ ইনস্টিটিউট -এর অফিসিয়াল ওয়েবসাইট (https://cpri.res.in) থেকে করা যাবে আবেদন।

আবেদন ফী– Engineering Officer, Scientific Assistant পদের জন্য ১০০০/- টাকা। Technician, Assistant Grade 2 পদের জন্য ৫০০/- টাকা আবেদন ফী লাগবে।

আবেদনের শেষ তারিখ – ১৪ এপ্রিল, ২০২৩