রাজ্যের জেলা স্বাস্থ্য দপ্তরের বিভিন্ন বিভাগে ৩৯০টি শূন্যপদে কর্মী নিয়োগ

সম্প্রতি সম্প্রতি জেলা স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে ২৬ টি বিভাগের মোট ৩৯০ টি শূন্যপদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। কোন শিক্ষাগত যোগ্যতা এবং কোন বয়সের প্রার্থীরা আবেদন করতে পারবেন, তার পুরোটাই নিচের এই বিজ্ঞপ্তিতে জানিয়ে দেওয়া হয়েছে। চলুন এই ব্যাপারে বিস্তারিত জেনে নেওয়া যাক।

এই ধরনের চাকরির জন্য অপেক্ষা করা সমস্ত আগ্রহী প্রার্থীদের জন্য একটি দুর্দান্ত খবর রয়েছে, তারা যত তাড়াতাড়ি সম্ভব পদটির জন্য আবেদন করতে পারেন। যোগ্য প্রার্থীরা একটি অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে পোস্টগুলির জন্য আবেদন করতে পারেন এবং শেষ তারিখে বা তার আগে সমস্ত প্রাসঙ্গিক নথি সহ তাদের আবেদন জমা দিতে পারেন।

 

পদের নাম এবং মোট শূন্যপদ-
ব্লক পাবলিক হেলথ ম্যানেজার- ৭টি, ব্লক এপিডেমিওলজিস্ট- ৪টি, ল্যাবরেটরি টেকনিশিয়ান- ১১টি, ব্লক ডেটা ম্যানেজার- ৪টি, মেডিকেল অফিসার- ৩৮টি, স্টাফ নার্স- ৩১টি, কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট- ৬০টি, বিশেষজ্ঞ মেডিকেল অফিসার (মেডিসিন)- ১৫টি, স্পেশালিস্ট মেডিকেল অফিসার (পেডিয়াট্রিক্স)- ১৫টি, স্পেশালিস্ট মেডিকেল অফিসার (পলিক্লিনিক)- ১৪টি, স্পেশালিস্ট মেডিকেল অফিসার (চক্ষু বিশেষজ্ঞ, পলিক্লিনিক)-১৫টি, স্টাফ নার্স (পলিক্লিনিক)-১১টি, কাউন্সেলর (পলিক্লিনিক)- ৮টি, স্টাফ নার্স (NHM)- ৭টি, মেডিকেল অফিসার (NHM)-৫টি, ল্যাবরেটরি টেকনিশিয়ান (NHM)-১টি, কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট (NHM)-৪৬টি, ভিবিডি টেকনিক্যাল সুপারভাইজার (NHM)-২টি। ১টি, সমাজকর্মী (NHM)-১টি, চক্ষু সহকারী (NHM)-৩টি, GNM-HCP (NHM)-১টি, TBHV (NHM)-১টি, সিনিয়র মেডিকেল অফিসার – DRTB (NHM)-১টি, মেডিকেল অফিসার – ডিটিসি (NHM)- ১টি, সিনিয়র ট্রিটমেন্ট সুপারভাইজার – (NHM)- ১টি।, মাল্টি রিহ্যাবিলিটেশন ওয়ার্কার (NHM)- ১৭টি।

শিক্ষাগত যোগ্যতা- উপরিউক্ত পদগুলির ক্ষেত্রে বিভিন্ন বিভাগের জন্য ভিন্ন শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন। অফিসিয়াল বিজ্ঞপ্তিতে প্রতিটি পদের শিক্ষাগত যোগ্যতার বিস্তারিত উল্লেখ রয়েছে। অর্থাৎ চাকরিপ্রার্থীদের অনুরোধ করা হচ্ছে উক্ত বিষয়ে বিস্তারিত জানার জন্য অফিসিয়াল নোটিফিকেশনটি ভালোভাবে পড়ে নেবেন।

মাসিক বেতন- উপরিউক্ত পদগুলির ক্ষেত্রে বিভিন্ন পদের ক্ষেত্রে মাসিক বেতন বিভিন্ন শ্রেণীতে বিভক্ত রয়েছে। সর্বনিম্ন ১০,০০০/- টাকা থেকে সর্বোচ্চ ৬০,০০০/- টাকা পর্যন্ত বেতন দেয়া হবে নিয়োগ প্রাপ্ত চাকরিপ্রার্থীদের।

বয়সসীমা- উপরিউক্ত পদগুলির ক্ষেত্রে ভিন্ন পদের নিয়োগের বয়সসীমা ভিন্ন। মূলত সর্বনিম্ন ১৮ বছর বয়স থেকে সর্বোচ্চ ৬২ বছর বয়সসীমার চাকরিপ্রার্থীরা সংশ্লিষ্ট পদের জন্য আবেদন করতে পারবেন।

আবেদন পদ্ধতি- উপরিউক্ত প্রতিটি পদের ক্ষেত্রেই অনলাইন পদ্ধতিতে নিজেদের আবেদন নথিভুক্ত করতে হবে আবেদনকারীদের। সেক্ষেত্রে রাজ্য সরকারের অফিসিয়াল ওয়েবসাইট www.wbhealth.gov.in – এ ক্লিক করে নিজেদের রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে। তারপর লগইন করে অনলাইন আবেদন পত্রে নির্ভুলভাবে সমস্ত তথ্য পূরণ করতে হবে।

আবেদন ফি- তপশিলি জাতি এবং উপজাতি শ্রেণীভুক্ত প্রার্থীদের জন্য ৫০/- টাকা এবং বাকি অন্যান্য শ্রেণীর আবেদনকারীদের জন্য ১০০/- টাকা আবেদন ফি ধার্য করা হয়েছে।