রাজ্যের পঞ্চায়েত এলাকায় আশা কর্মী পদে নিয়োগ

সম্প্রতি পশ্চিমবঙ্গ সরকারের অধীনস্থ জাতীয় স্বাস্থ্য মিশনের আওতায় চুক্তিভিত্তিতে পঞ্চায়েত এলাকায় আশা কর্মী পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। কোন শিক্ষাগত যোগ্যতা এবং কোন বয়সের প্রার্থীরা আবেদন করতে পারবেন, তার পুরোটাই নিচের এই বিজ্ঞপ্তিতে জানিয়ে দেওয়া হয়েছে। চলুন এই ব্যাপারে বিস্তারিত জেনে নেওয়া যাক।

 

পদের নাম- আশা কর্মী

মোট শূন্যপদ- ১৮ টি।

শিক্ষাগত যোগ্যতা- আশা কর্মী পদের জন্য প্রার্থীকে মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় উত্তীর্ণ হয়ে থাকতে হবে।

বয়স- আশা কর্মী পদের জন্য প্রার্থীর বয়স ৩০ বছর থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে। এবং তপশিলি জাতি বা উপজাতি প্রার্থীদের ক্ষেত্রে ২২ বছর থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে। বয়স হিসাব করতে হবে ১ জানুয়ারি ২০২২ তারিখ অনুযায়ী।

অন্যান্য যোগ্যতা- আশা কর্মী পদের জন্য আবেদনকারী প্রার্থীকে অবশ্যই মহিলা হতে হবে। কেবল বিবাহিতা/ বিধবা/ আইনগতভাবে বিবাহ বিচ্ছিন্ন মহিলারাই আবেদনের যোগ্য। প্রার্থীকে সংশ্লিষ্ট এলাকার স্থায়ী বাসিন্দা হতে হবে। এছাড়াও প্রার্থীকে গ্রেড-১ এবং গ্রেড-২ স্বনির্ভর গোষ্ঠীর সদস্য হয়ে হয়ে থাকতে হবে।

আবেদন পদ্ধতি- আশা কর্মী পদের জন্য আবেদনে ইচ্ছুক প্রার্থীরা অফলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। নিচের দেওয়া লিংকে ক্লিক করে আবেদনপত্র ডাউনলোড করে সমস্ত প্রয়োজনীয় নথি যোগ করে নিচের দেওয়া ঠিকানায় আলাদা আলাদা ব্লক অনুযায়ী আবেদনপত্র পাঠাতে হবে। এবং একটি মুখ বন্ধ খামের উপর বড় হাতে লিখতে হবে Application For The Post Of Asha _______ Village Under _______ Health Sub-Centre.

আবেদন পত্র পাঠানোর ঠিকানা- To the member Secretary & SDO. Asha Section Committee, Uttar Dinajpur _______ Block, (Respective Block) P. O_______ Dist- Uttar Dinajpur, West Bengal. Pin-___.

আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ- ২৮ সেপ্টেম্বর ২০২২ তারিখ বিকাল ৫ টার মধ্যে আবেদনপত্র জমা করতে হবে।

শূন্যপদের বিন্যাস– রায়গঞ্জ ব্লক- ৮ টি, কালিয়াগঞ্জ ব্লক- ২ টি, হেমতাবাদ ব্লক- ৫ টি ও ইথার ব্লক- ৩ টি।

প্রয়োজনীয় ডকুমেন্টস-
১) জন্মতারিখের শংসাপত্র।
২) মাধ্যমিকের এডমিট কার্ড।
৩) স্থায়ী বাসিন্দার প্রমাণপত্র।
৪) জাতিগত প্রমাণপত্র।
৫) স্বনির্ভর গোষ্ঠীর সদস্যের প্রমাণপত্র।
৬) দু কপি পাসপোর্ট সাইজের ছবি।