পশ্চিমবঙ্গ রাজ্য সরকার কর্তৃক জেল পুলিশে নিয়োগ

সম্প্রতি পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের অধীনস্থ বিভিন্ন জেলে জেল পুলিশ নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। কোন শিক্ষাগত যোগ্যতা এবং কোন বয়সের প্রার্থীরা আবেদন করতে পারবেন, তার পুরোটাই নিচের এই বিজ্ঞপ্তিতে জানিয়ে দেওয়া হয়েছে। চলুন এই ব্যাপারে বিস্তারিত জেনে নেওয়া যাক।

এই ধরনের চাকরির জন্য অপেক্ষা করা সমস্ত আগ্রহী প্রার্থীদের জন্য একটি দুর্দান্ত খবর রয়েছে, তারা যত তাড়াতাড়ি সম্ভব পদটির জন্য আবেদন করতে পারেন। যোগ্য প্রার্থীরা একটি অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে পোস্টগুলির জন্য আবেদন করতে পারেন এবং শেষ তারিখে বা তার আগে সমস্ত প্রাসঙ্গিক নথি সহ তাদের আবেদন জমা দিতে পারেন।

 

পদের নাম- জেল পুলিশ (Male Warder/Female Warder)

মোট শূন্যপদ-  ১৩০ টি। (পুরুষ- ১০০ টি, মহিলা- ৩০ টি।)

শিক্ষাগত যোগ্যতা- জেল পুলিশ  পদের জন্য প্রার্থীকে যেকোনো স্বীকৃত বোর্ডের বিদ্যালয় থেকে মাধ্যমিক অথবা সমতুল্য পরীক্ষায় পাশ করা চাকরিপ্রার্থীরা এই শূন্যপদে চাকরির জন্যে আবেদন করতে পারবেন।

মাসিক বেতন- জেল পুলিশ  পদের জন্য মাসিক বেতন ROPA এর Pay Level 6 অনুযায়ী ২২,৭০০/- টাকা থেকে ৫৮,৫০০/- টাকা।

বয়সসীমা- জেল পুলিশ  পদের জন্য ১ জানুয়ারি ২০২৩ তারিখ অনুযায়ী চাকরিপ্রার্থীদের বয়স হতে হবে ১৮ থেকে ২৭ বছরের মধ্যে। সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের জন্য সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় উপলব্ধ আছে।

আবেদন পদ্ধতি- চাকরিপ্রার্থীদের জেল পুলিশ  পদের জন্য পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট prb.wb.gov.in অথবা পশ্চিমবঙ্গ পুলিশের অফিসিয়াল ওয়েবসাইট wbpolice.gov.in -এর মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে। যার জন্য প্রার্থীদের একটি বৈধ মোবাইল নম্বর এবং ইমেইল আইডি থাকা আবশ্যক। ওয়েবফর্মের মাধ্যমে আবেদন জানানোর সময় প্রতিটি কাগজপত্রের কপি স্ক্যান করে আপলোড করতে হবে।

আবেদন ফি- জেল পুলিশ  পদের জন্য সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের কেবলমাত্র প্রসেসিং ফি বাবদ ২০/- টাকা জমা দিতে হবে। অন্যদিকে অসংরক্ষিত এবং ওবিসি শ্রেণীর প্রার্থীদের ২২০/- টাকা আবেদন ফি হিসেবে জমা দিতে হবে।

নিয়োগ পদ্ধতি- লিখিত পরীক্ষা, শারীরিক পরীক্ষা এবং ইন্টারভিউর মাধ্যমে যোগ্য প্রার্থীদের নিয়োগ করা হবে।