রাজ্যে ১৪২০ টি শূন্যপদে লেডি কনস্টেবল নিয়োগ, মাধ্যমিক পাশে আবেদন করতে পারবেন

সম্প্রতি রাজ্যে, পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের (WBPRB) তরফ থেকে প্রকাশিত হয়েছে লেডি কনস্টেবল (Lady Constable) নিয়োগের বিজ্ঞপ্তি। কোন শিক্ষাগত যোগ্যতা এবং কোন বয়সের প্রার্থীরা আবেদন করতে পারবেন, তার পুরোটাই নিচের এই বিজ্ঞপ্তিতে জানিয়ে দেওয়া হয়েছে। চলুন এই ব্যাপারে বিস্তারিত জেনে নেওয়া যাক।

 

পদের নাম- লেডি কনস্টেবল (Lady Constable)

মোট শূন্যপদ- ১৪২০ টি।

বয়স সীমা-লেডি কনস্টেবল পদের জন্য প্রার্থীদের বয়স হতে হবে ০১.০১.২০২৩ তারিখ অনুযায়ী ১৮ বছর থেকে ৩০ বছরের মধ্যে। তপশিলি জাতিভুক্ত প্রার্থীদের জন্য সরকারি নিয়ম অনুযায়ী ৫ বছরের এবং ওবিসি প্রার্থীদের জন্য সরকারি নিয়ম অনুযায়ী ৩ বছরের বয়সের ছাড় রয়েছে।

বেতন ক্রম- লেডি কনস্টেবল পদের জন্য পশ্চিমবঙ্গ সরকারের পে লেভেল অনুযায়ী সর্বনিম্ন ২২,৭০০/- টাকা থেকে সর্বোচ্চ ৫৮,৫০০/- টাকা অবধি বেতন প্রদান করা হবে।

শিক্ষাগত যোগ্যতা- লেডি কনস্টেবল পদের জন্য প্রার্থীদের ন্যূনতম মাধ্যমিক পাশ হতে হবে। উচ্চতর যোগ্যতা থাকলেও এই পদের জন্য আবেদন করতে পারবেন।

অন্যান্য যোগ্যতা- লেডি কনস্টেবল পদের জন্য আবেদনকারী কে অবশ্যই স্বচ্ছতার সঙ্গে বাংলা ভাষা পড়তে, লিখতে  ও বলতে জানতে হবে। তবে কেবলমাত্র দার্জিলিং এবং কালিম্পং জেলার চাকরিপ্রার্থীদের জন্য এই নিয়ম কার্যকরী নয়।

শারীরিক যোগ্যতা- লেডি কনস্টেবল পদের জন্য গোর্খা জনজাতি, গড়ওয়ালিস, রাজবংশী জনজাতি এবং অন্যান্য তাপশালী জাতিভুক্ত প্রার্থীদের ক্ষেত্রে দৈহিক উচ্চতা ১৫২ সেমি এবং ওজন ৪৫ কেজি হতে হবে। অন্যান্য চাকরিপ্রার্থীদের ক্ষেত্রে দৈহিক উচ্চতা ১৬০ সেমি এবং ওজন ৪৯ কেজি হতে হবে।

দৌড় প্রতিযোগিতার নিয়মাবলী- লেডি কনস্টেবল পদের জন্য সকল প্রার্থীদের ৪ মিনিট ৩০ সেকেন্ডের মধ্যে ৮০০ মিটার দৌড় সম্পূর্ণ করতে হবে।

আবেদন পদ্ধতি- লেডি কনস্টেবল পদের জন্য ইচ্ছুক সকল প্রার্থীদের আবেদন করতে হবে সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে। West Bengal Police Recruitment Board (WBPRB) -এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে সম্পূর্ণ আবেদনটি করা যাবে। আবেদনকারীদের www.prb.wb.gov.in এই ওয়েবসাইটে গিয়ে আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ করতে হবে।

আবেদন ফি- লেডি কনস্টেবল পদের জন্য তপশিলি জাতিভুক্ত প্রার্থীদের (SC/ ST) জন্য কোন আবেদন ফি লাগবেনা। কেবলমাত্র প্রসেসিং ফি বাবদ ২০/- টাকা প্রদান করতে হবে। অন্যান্য জাতিভুক্ত প্রার্থীদের জন্য আবেদন ফি ১৫০/- টাকা এবং প্রসেসিং ফি ২০/- টাকা অর্থাৎ মোট ১৭০/- টাকা প্রদান করতে হবে।

আবেদনের সময়সীমা- লেডি কনস্টেবল পদের জন্য আবেদন শুরু হচ্ছে ২৩ এপ্রিল ২০২৩ থেকে। আবেদন চলবে আগামী ২২ মে ২০২৩ তারিখ অবধি।