রাজ্যের মেডিকেল কলেজে মাল্টি টাস্কিং স্টাফ নিয়োগ

সম্প্রতি রাজ্যের মেডিকেল কলেজে চুক্তিভিত্তিতে ডাটা এন্ট্রি অপারেটর, মাল্টি ট্রাস্টিং স্টাফ পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। যেকোন ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যেকোন জেলার প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। কোন শিক্ষাগত যোগ্যতা এবং কোন বয়সের প্রার্থীরা আবেদন করতে পারবেন, তার পুরোটাই নিচের এই বিজ্ঞপ্তিতে জানিয়ে দেওয়া হয়েছে। চলুন এই ব্যাপারে বিস্তারিত জেনে নেওয়া যাক।

 

পদের নাম- মাল্টি টাস্কিং স্টাফ
শিক্ষাগত যোগ্যতা- মাল্টি টাস্কিং স্টাফ পদের জন্য প্রার্থীকে উচ্চমাধ্যমিক পাশ সহ সংশ্লিষ্ট ক্ষেত্রে কাজের অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারবেন।
বেতন- মাল্টি টাস্কিং স্টাফ পদের জন্য প্রতিমাসে বেতন ১৮ হাজার টাকা।
বয়স- মাল্টি টাস্কিং স্টাফ পদের জন্য প্রার্থীর বয়স সর্বোচ্চ ৪৫ বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা বয়সের ছাড় পাবেন।

পদের নাম– ডাটা এন্ট্রি অপারেটর
শিক্ষাগত যোগ্যতা– ডাটা এন্ট্রি অপারেটর পদের জন্য প্রার্থীকে যেকোনো শিক্ষাপ্রতিষ্ঠান গ্ৰ্যাজুয়েশন পাশ সহ কম্পিউটার কাজের অভিজ্ঞতা ও সংশ্লিষ্ট ক্ষেত্রে কাজের অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারবেন।
বেতন- ডাটা এন্ট্রি অপারেটর পদের জন্য প্রতিমাসে বেতন ২০ হাজার টাকা।
বয়স- ডাটা এন্ট্রি অপারেটর পদের জন্য প্রার্থীর বয়স সর্বোচ্চ ৪৫ বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা বয়সের ছাড় পাবেন।

আবেদন পদ্ধতি- উপরিউক্ত পদগুলির জন্য ইচ্ছুক প্রার্থীরা অফলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। অফিসিয়াল ওয়েবসাইট www.malda.gov.in গিয়ে অফিসিয়াল বিজ্ঞপ্তি থেকে আবেদনপত্র ডাউনলোড করে সঠিকভাবে পূরণ করে প্রয়োজনীয় ডকুমেন্টস সংযুক্ত করে নির্দিষ্ট ঠিকানায় আবেদনপত্র জমা করতে হবে।

আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানা- Department of Microbiology, 3rd floor Administrative Block, at Malda Medical College, Malda.

আবেদনের শেষ তারিখ- ৭ নভেম্বর, ২০২২

নিয়োগ পদ্ধতি- উপরিউক্ত পদগুলির জন্য প্রার্থীদের লিখিত পরীক্ষা ও ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে।

প্রয়োজনীয় ডকুমেন্টস-
১) বয়সে প্রমানপত্র।
২) সমস্ত শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট।
৩) কাজের অভিজ্ঞতার সার্টিফিকেট।
৪) দু কপি পাসপোর্ট সাইজের ছবি।
৫) আধার কার্ড/ ভোটার কার্ড।