রাজ্যের পৌরসভায় স্বাস্থ্য কর্মী পদে নিয়োগ

সম্প্রতি পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য দপ্তরে কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট, স্টাফ নার্স সহ বিভিন্ন পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।পশ্চিমবঙ্গের যেকোনো জেলার প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। কোন শিক্ষাগত যোগ্যতা এবং কোন বয়সের প্রার্থীরা আবেদন করতে পারবেন, তার পুরোটাই নিচের এই বিজ্ঞপ্তিতে জানিয়ে দেওয়া হয়েছে। চলুন এই ব্যাপারে বিস্তারিত জেনে নেওয়া যাক।

 

পদের নাম- কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট।
মোট শূন্যপদ- ৪ টি।
শিক্ষাগত যোগ্যতা- কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট পদের জন্য প্রার্থীকে ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল  অনুমোদিত বা পশ্চিমবঙ্গ নার্সিং কাউন্সিল অনুমোদিত যেকোনো শিক্ষা প্রতিষ্ঠান থেকে ANM/GNM নার্সিং কোর্স করা থাকলে আবেদন করতে পারবেন। এই পদে আবেদনের ক্ষেত্রে প্রার্থীদের সংশ্লিষ্ট এলাকার হবে ।স্থান বাসিন্দা হতে হবে।
বয়স- কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট পদের জন্য প্রার্থীর বয়স ২১ বছর থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে।
বেতন- কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট পদের জন্য প্রতিমাসে বেতন ১৩,০০০/- টাকা।

পদের নাম– স্টাফ নার্স।
মোট শূন্যপদ- ৪ টি।
শিক্ষাগত যোগ্যতা- স্টাফ নার্স পদের জন্য প্রার্থীকে ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল অনুমোদিত বা পশ্চিমবঙ্গ নার্সিং কাউন্সিল অনুমোদিত যেকোনো শিক্ষা প্রতিষ্ঠান থেকে GNM নার্সিং কোর্স করা থাকলে আবেদন করতে পারবেন।
বয়স- স্টাফ নার্স পদের জন্য প্রার্থীর বয়স ২১ বছর থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে।
বেতন- স্টাফ নার্স পদের জন্য প্রতিমাসে বেতন ২৫,০০০/- টাকা।

আবেদন পদ্ধতি- উপরিউক্ত পদগুলির জন্য আবেদনে ইচ্ছুক প্রার্থীদের আলাদাভাবে আবেদন করতে হবে না। সরাসরি ইন্টারভিউ দিন আবেদনপত্রের সঙ্গে সেল্ফ অ্যাটেস্টেড ফটোকপি সহ সমস্ত প্রয়োজন ডকুমেন্টস সংযুক্ত করে নির্দিষ্ট ঠিকানায় উপস্থিত হতে হবে।

আবেদন ফি- উপরিউক্ত পদগুলির জন্য আবেদন ফি বাবদ জেনারেলদের প্রার্থীদের ক্ষেত্রে ১০০/- টাকা ও এসি/ এসটি প্রার্থীদের ক্ষেত্রে ৫০ টাকা ধার্য করা হয়েছে। আবেদন ফি জমা করা যাবে ডিমান্ড ড্রাফের মাধ্যমে।

ইন্টারভিউ স্থান- Office of the Chief Medical Officer Of Health, Babupara, Maya Talkies Road, Word No- 12, Pin- 736121.

ইন্টারভিউর তারিখ- ৪ নভেম্বর, ২০২২

নিয়োগ পদ্ধতি– প্রার্থীদের ইন্টারভিউ ও ডকুমেন্টস ভেরিফিকেশনের মাধ্যমে নিয়োগ করা হবে।

নিয়োগ স্থান- আলিপুরদুয়ার মিউনিসিপালিটি।