পশ্চিমবঙ্গ পুলিশের টেলি কমিউনিকেশন বিভাগে নতুন নিয়োগ

KOLKATA, WEST BENGAL, INDIA - 2022/09/13: Police seen across the street to disperse the protesters. Hundreds of BJP (Bharatiya Janata Party) supporters from across West Bengal arrived in Kolkata and neighbouring Howrah this morning to take part in the 'Nabanna Abhijan' or march to secretariat. Several BJP leaders in West Bengal, including Leader of the Opposition Suvendu Adhikari, were detained by the police today when they were marching to the state secretariat 'Nabanna' in Kolkata, as part of a huge protest over alleged corruption by the ruling Trinamool Congress government. (Photo by Dipa Chakraborty/Pacific Press/LightRocket via Getty Images)

সম্প্রতি রাজ্য পুলিশের টেলি কমিউনিকেশন বিভাগে ডাটা এন্ট্রি অপারেটর পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। কোন শিক্ষাগত যোগ্যতা এবং কোন বয়সের প্রার্থীরা আবেদন করতে পারবেন, তার পুরোটাই নিচের এই বিজ্ঞপ্তিতে জানিয়ে দেওয়া হয়েছে। চলুন এই ব্যাপারে বিস্তারিত জেনে নেওয়া যাক।

এই ধরনের চাকরির জন্য অপেক্ষা করা সমস্ত আগ্রহী প্রার্থীদের জন্য একটি দুর্দান্ত খবর রয়েছে, তারা যত তাড়াতাড়ি সম্ভব পদটির জন্য আবেদন করতে পারেন। যোগ্য প্রার্থীরা একটি অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে পোস্টগুলির জন্য আবেদন করতে পারেন এবং শেষ তারিখে বা তার আগে সমস্ত প্রাসঙ্গিক নথি সহ তাদের আবেদন জমা দিতে পারেন।

 

পদের নাম- ডাটা এন্ট্রি অপারেটর

মোট শূন্যপদ- ৫ টি।

শিক্ষাগত যোগ্যতা- ডাটা এন্ট্রি অপারেটর পদের জন্য প্রার্থীকে যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাশ সহ কম্পিউটার অ্যাপ্লিকেশান ট্রেনিং সার্টিফিকেট থাকলে এই পদে চাকরির জন্য আবেদন করতে পারবেন চাকরিপ্রার্থীরা।

মাসিক বেতন- ডাটা এন্ট্রি অপারেটর পদের জন্য মাসিক বেতন ১৬,০০০/- টাকা।

বয়সসীমা- ডাটা এন্ট্রি অপারেটর পদের জন্য প্রার্থীর বয়স ১ অক্টবর, ২০২৩ তারিখ অনুযায়ী আবেদনকারীদের বয়স হতে হবে নূন্যতম ২১ বছর থেকে সর্বোচ্চ ৩০ বছরের মধ্যে হতে হবে।

আবেদন পদ্ধতি- ডাটা এন্ট্রি অপারেটর পদের জন্য ইচ্ছুক চাকরিপ্রার্থীদের অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। তারপর সেটিকে প্রিন্ট করে ফাঁকা জায়গায় সঠিক তথ্য পূরণ করতে হবে। তারপর পূরণ করা আবেদনপত্রের সঙ্গে শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র, বয়সের প্রমাণপত্র সহ অন্যান্য সমস্ত প্রয়োজনীয় নথিপত্রগুলি স্ক্যান করে PDF আকারে (deo23telecomhq@gmail.com) Email করতে হবে অথবা বিজ্ঞপ্তিতে উল্লেখিত ঠিকানায় স্পিড পোস্ট, রেজিস্টার্ড পোস্ট বা নিজে উপস্থিত হয়ে দপ্তরের নির্দিষ্ট অফিসে জমা করতে হবে।